শেষ চেষ্টার ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
সুপার এইটে দুই ম্যাচ হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় এক প্রকার নিশ্চিতই হয়ে গিয়েছিল বাংলাদেশের। আরও একটা সুযোগ মিলেছে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া হেরে যাওয়ায়। অনেক সমীকরণের মারপ্যাঁচ আছে, তবে অপ্রত্যাশিত এই সুযোগটা আফগানিস্তানের বিপক্ষে নিশ্চয়ই কাজে লাগাতে চাইবে নাজমুল হোসেন শান্তর দল।
ম্যাচে টস ভাগ্য বিপক্ষে গেছে বাংলাদেশের। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক রশিদ খান। প্রতিপক্ষের এই সিদ্ধান্তে অবশ্য শান্ত খুশিই, বাংলাদেশ অধিনায়ক আগে বোলিং-ই করতে চেয়েছিলেন। ম্যাচটি ওয়েস্ট ইন্ডিজের কিংসটাউনে বাংলাদেশ সময় ভোরে সাড়ে ৬টায় শুরু হবে।
এই ম্যাচটি জিতলেই হবে না বাংলাদেশের, সেমি-ফাইনালে উঠতে মেলাতে হবে সমীকরণও। শেষ চারে উঠতে আগে ব্যাটিং করে ১৬০ রান তুললে অন্তত ৬২ রানে আফগানদের হারাতে হবে। পরে ব্যাটিং করলে লক্ষ্য বিবেচনায় ১১.৫ থেকে ১৩.৪ ওভারের মধ্যে জিততে হবে। এরচেয়ে ব্যবধান কম হলে নেট রান রেটে এগিয়ে থাকায় শেষ চারে যাবে অস্ট্রেলিয়া। তবে আফগানিস্তান জিতলে তারাই উঠবে শেষ চারে। অর্থাৎ, সেমিতে ওঠার সুযোগ আছে তিন দলেরই।
এখন পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে ১১টি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। ৫টি জয়ের বিপরীতে হারতে হয়েছে ৬টি ম্যাচে। টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানদের বিপক্ষে দ্বিতীয়বারের মতো লড়তে যাচ্ছে বাংলাদেশ। আগের সাক্ষাতে জেতে তারাই, ২০১৪ বিশ্বকাপে ঘরের মাঠে আফগানদের ৯ উইকেটের বড় ব্যবধানে হারায় বাংলাদেশ।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকের আলী অনিক ও শেখ মেহেদি হাসান। ফিরেছেন তানকিন আহমেদ ও সৌম্য সরকার। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলার পর বাদ পড়েন সৌম্য, অবশেষে তাকে একাদশে ফেরানো হলো।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, গুলবাদিন নাঈব, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, করিম জানাত, রশিদ খান (অধিনায়ক), নাঙ্গেলিয়া খারোতে, নূর আহমদ, নাভিন-উল-হক ও ফজল-হক ফারুকী।