রোহিত-সূর্যকুমারের ব্যাটে ইংল্যান্ডকে ১৭২ রানের লক্ষ্য দিল ভারত
বৃষ্টির দাপটে ম্যাচ হবে কিনা এই নিয়ে ছিল সংশয়। খেলা মাঠে না গড়ালে ফাইনালে চলে যেত ভারত। কিন্তু শেষ পর্যন্ত বৃষ্টির হানার পরও ম্যাচ গড়িয়েছে মাঠে। আর তাতে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার।
বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের সোয়া এক ঘন্টা পর ম্যাচ শুরু হয়। ভারতের ইনিংসের আট ওভার হতেই আবারও হানা দেয় বৃষ্টি। এতে আবারও সোয়া এক ঘন্টা খেলা বন্ধ থাকে। এরপর অবশ্য টানা খেলা হয়েছে। তাতে অধিনায়ক রোহিত শর্মা আর সূর্যকুমার যাদবের দুটি সময়োপযোগী ইনিংসের সুবাদে ইংল্যান্ডের বিপক্ষে লড়াকু সংগ্রহ গড়েছে ভারত।
২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৭১ রানে থেমেছে ভারতের ইনিংস। গায়ানার এই মাঠে প্রথম ইনিংসের গড় সংগ্রহ ১৬৭। সেই হিসেবে ভারত তুলেছে জেতার মতো রান। বোলিং আক্রমণও দুর্দান্ত হওয়ায় ইংল্যান্ডের জন্য এটি মোটেও সহজ রান তাড়া হবে না।
এদিনও ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি। নয় বলে নয় রান করে টপলির বলে বোল্ড হয়ে ফিরেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। এতে একটি বিব্রতকর রেকর্ড গড়েছেন ভারতের তারকা ব্যাটসম্যান। টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে কমপক্ষে পাঁচ ইনিংস ব্যাট করা ওপেনারদের মধ্যে কোহলির গড়ই সবচেয়ে কম। ১০.৭ গড়ে ৭৫ রান করেছেন কোহলি। ছাড়িয়ে গেছেন এই বিশ্বকাপেই বাংলাদেশের তানজিদ হাসান তামিমের ১০.৮ গড়কে।
ভারতের ইনিংস গতি পেয়েছে অধিনায়ক রোহিত শর্মার ব্যাটে। শুরুতে কিছুটা দেখে খেললেও স্বভাবসুলভ ব্যাটিংয়ে তা পুষিয়ে দিয়েছেন রোহিত। আউট হওয়ার আগে করেছেন ৩৯ বলে ৫৭ রান, মেরেছেন ছয়টি চার ও দুটি ছয়। সূর্যকুমারের ব্যাট থেকে এসেছে ৩৬ বলে চারটি চার ও দুটি ছয়ে ৪৭ রান। শেষ দিকে হার্দিক পান্ডিয়া ১৩ বলে ২৩ ও জাদেজা নয় বলে ১৭ রানের ক্যামিও ইনিংস খেলেছেন।
ইংলিশ বোলারদের মধ্যে সবচেয়ে সফল ক্রিস জর্ডান, ৩৭ রান খরচ করে তিন উইকেট শিকার করেছেন এই ডানহাতি পেসার। টপলে, আর্চার, রশিদ ও কারেন একটি করে উইকেট পকেটে পুরেছেন। টানা দ্বিতীয় ফাইনাল খেলতে হলে ইংল্যান্ডকে বেশ ভালো ব্যাটিংই করতে হবে।