ক্রিকেট অস্ট্রেলিয়ার বিশ্বকাপ একাদশে রিশাদ
বিশ্বকাপের ফাইনালে আজ মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। ১৭ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা খরা ঘুচানোর অপেক্ষায় রোহিত শর্মার দল। অপরদিকে প্রথমবার কোনো বিশ্বকাপের ফাইনাল খেলছে প্রোটিয়ারা।
ফাইনাল মাঠে গড়ানোর আগে ক্রিকেট অস্ট্রেলিয়া এবারের বিশ্বকাপে তাদের সম্মিলিত সেরা একাদশ ঘোষণা করেছে। সেখানে জায়গা পেয়েছেন বাংলাদেশের লেগ-স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন।
দলগতভাবে এবারের বিশ্বকাপেই পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের পারফরম্যান্স সবচেয়ে ভালো ছিল। এর আগে কখনও এক বিশ্বকাপে তিন ম্যাচ জেতেনি লাল-সবুজের দল। সে হিসেবে এবার তিন ম্যাচ জেতায় সবচেয়ে সফল বিশ্বকাপ বললেও ভুল হবে না।
তবে ব্যক্তিগত পারফরম্যান্সের দিক থেকে বাংলাদেশের অর্জন খুব বেশি নেই। হাতে গোণা দুয়েকজনের মধ্যে রিশাদ হোসেন আছেন ওপরের দিকে। ৭ ম্যাচে ১৩.৮৬ গড়ে ১৪টি উইকেট শিকার করেছেন রিশাদ। একাদশে তার সঙ্গে আরেক স্পিনার হিসেবে আছেন রশিদ খান। দলের অধিনায়কও এই আফগান লেগ স্পিনার।
ক্রিকেট অস্ট্রেলিয়ার সেরা একাদশঃ
রোহিত শর্মা, ট্রাভিস হেড, নিকোলাস পুরান, অ্যারন জোনস, মার্কাস স্টয়নিস, হার্দিক পান্ডিয়া, রশিদ খান (অধিনায়ক), রিশাদ হোসেন, আনরিখ নর্কিয়া, জস্প্রিত বুমরাহ ও ফজলহক ফারুকি।