কোহলি-রোহিতের পর জাদেজাও দিলেন অবসরের ঘোষণা
প্রথমে বিরাট কোহলি, এরপর রোহিত শর্মা। পরপর দুজনই দিয়েছেন টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা। এবার অবসরের ঘোষণা দিয়েছেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাও।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবসরের ঘোষণা জানিয়েছেন ভারতীয় অলরাউন্ডার। ৩৫ বছর বয়সী জাদেজা ভারতের হয়ে ৭৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
অবসরের ঘোষণা দিয়ে জাদেজা লিখেছেন, 'সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। আমি সবসময় নিজের সেরাটাই দিয়ে গেছি এবং অন্যান্য ফরম্যাটে তা করে যাবো।'
টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার স্বপ্ন পূরণ করে অবসর নিতে পারায় দারুণ উচ্ছ্বসিত জাদেজা, 'বিশ্বকাপ জেতা আমার স্বপ্ন ছিল। টি-টোয়েন্টি ক্যারিয়ারের সর্বোচ্চ পর্যায়ে থেকে আমি বিদায় বলতে পারছি। এতদিন সমর্থন দিয়ে যাওয়া সবাইকে অশেষ ধন্যবাদ।'