অলিম্পিকে দক্ষিণ সুদানের জাতীয় সঙ্গীত ভুল বাজানো হলো
প্যারিস অলিম্পিক ২০২৪-এর আয়োজকরা এক মস্ত বড় ভুল করে বসলেন! পুয়ের্তো রিকো ও দক্ষিণ সুদানের পুরুষ বাস্কেটবল দলের খেলার ঠিক আগে দক্ষিণ সুদানের জাতীয় সঙ্গীত ভুল বাজিয়ে সমালোচনার স্বীকার হয়েছেন আয়োজকরা।
রোববার (২৮ জুলাই) প্যারিসের পিয়েরে মরে স্টেডিয়ামের দর্শকরা দক্ষিণ সুদানের পরিবর্তে সুদানের জাতীয় সঙ্গীত বাজানোয় উত্তেজিত হয়ে ওঠেন এবং দুয়ো দিতে শুরু করেন। ভুল বুঝতে পেরে আয়োজকরা সাময়িক বিরতি নিয়ে সঠিক জাতীয় সঙ্গীত বাজায়।
দীর্ঘ সংঘাতের পর ২০১১ সালে সুদানের কাছ থেকে স্বাধীনতা লাভ করে দক্ষিণ সুদান। গত বছর প্রথমবারের মতো অলিম্পিক গেমসে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করে দেশটি।
প্যারিস অলিম্পিকের আয়োজকরা দক্ষিণ সুদানের কাছে ভুল জাতীয় সঙ্গীত বাজানোর জন্য ক্ষমা চেয়েছেন এবং এটিকে 'মানবিক ত্রুটি' বলে উল্লেখ করেছেন।
আয়োজকরা মানবিক ত্রুটির জন্য ক্ষমা চেয়ে বলেছেন, "আমরা কতবড় ভুল করেছি তা বুঝতে পেরেছি।"
দক্ষিণ সুদানের খেলোয়াড় মাজোক ডেং এমন ভুলকে 'অসম্মানজনক' বলে অভিহিত করে বলেছেন, "তাদের (আয়োজকদের) আরও ভালো করতে হবে কারণ এটিই সবচেয়ে বড় মঞ্চ।"
আয়োজকদের ভুলে ম্যাচ শুরু করলেও দক্ষিণ সুদান ঠিকই ঐতিহাসিক জয় তুলে নিয়েছে। প্রথম কোয়ার্টারে ২৮-২০ পয়েন্ট পিছিয়ে থাকলেও শেষ পর্যন্ত ৯০-৭৯ পয়েন্টে পুয়ের্তো রিকোকে হারিয়েছে দক্ষিণ সুদান।
এবারের প্যারিস অলিম্পিকে আয়োজকদের এটিই প্রথম বড় ভুল নয়। প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ার ক্রীড়াবিদদের ভুল করে উত্তর কোরিয়ার ক্রীড়াবিদ হিসেবে পরিচয় করিয়ে দেয়ার জন্য অলিম্পিক আয়োজকদের দক্ষিণ কোরিয়ার ক্রীড়াবিদ ও দর্শকদের কাছে ক্ষমা চেতে হয়েছিল।