মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ: বাংলাদেশের বিকল্প ভেন্যু ভাবছে আইসিসি
আগামী অক্টোবরে বাংলাদেশের অনুষ্ঠিত হওয়ার কথা মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু বর্তমান অবস্থার কারণে শঙ্কা প্রকাশ করেছে আইসিসি। বাধ্য হয়ে যদি বিকল্প ভেন্যু বেছে নিতে হয়, সেক্ষেত্রে প্রস্তুতি রাখা হয়েছে বলে জানিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। বিকল্প ভেন্যুর তালিকায় আছে ভারত, আরব আমিরাত ও শ্রীলঙ্কার নাম। এক প্রতিবেদনে এমনই জানিয়েছে ভারতীয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো।
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। ক্রমেই জটিল রূপ নেওয়ার পথ থেকে অনেক প্রাণহানির ঘটনা ঘটেছে। কোটা সংস্কার করা হলেও শিক্ষার্থীরা ৯ দফা দাবির কথা জানান। পরবর্তীতে সেটাও বদলে যায়, ঘোষণা করা হয় সরকার পদত্যাগের এক দফা। কয়েক সপ্তাহ ধরে চলে আন্দোলন, সোমবার পদত্যাগ করে দেশ ছেড়ে যান শেখ হাসিনা। এখন চলছে অন্তর্বর্তীকালিন সরকার গঠনের প্রক্রিয়া।
অক্টোবরে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ, ৩ থেকে ২০ অক্টোবর পর্যন্ত ঢাকা ও সিলেটে আসরটি অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু ১০ দলের অংশগ্রহণের এই আসরের দুই মাস আগে বাংলাদেশে এমন অবস্থা তৈরি হওয়ায় বিকল্প ভেন্যু নিয়ে ভাবতেই হচ্ছে আইসিসিকে। বাংলাদেশে অনুষ্ঠেয় বিশ্বকাপে অংশ নিতে যাওয়া তিনটি দেশের সরকার ইতোমধ্যে তাদের দেশের নাগরিকদের এই দেশে সফরের ব্যাপারে সতর্ক করেছে।
আইসিসির এক কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বিকল্প ভেন্যু প্রস্তুত রাখার কাজও শুরু করা হয়েছে। আইসিসি কর্মকর্তা বলেছেন, 'বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), তাদের নিরাপত্তা সংস্থা এবং আমাদের নিজস্ব নিরাপত্তা পরামর্শকদের সঙ্গে নিয়ে বাংলাদেশের পরিস্থিতি ভালোভাবে পর্যবেক্ষণ করছে আইসিসি। আমাদের অগ্রাধিকার হলো অংশগ্রহণকারী সব দলের নিরাপত্তা ব্যবস্থা সুরক্ষিত করা।'
ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, বিকল্প ভেন্যু প্রস্তুত রাখার ব্যাপারে কাজ শুরু করা হয়েছে বলে জেনেছে তারা। একাধিক দেশের অংশগ্রহণের টুর্নামেন্টের জন্য অল্প সময়ের মধ্যেই প্রস্তুত হতে পারবে ভারত ও শ্রীলঙ্কা। কিন্তু এই দুই দেশে আসরটি আয়োজন করা নিয়ে আছে বাধাও। মেয়েদের বিশ্বকাপটি ভারতে হলে পাকিস্তানের খেলোয়াড়দের ভিসা পাওয়া নিয়ে জটিলতা তৈরি হতে পারে। আর অক্টোবরে শ্রীলঙ্কাতে প্রচুর বৃষ্টি হয়।