দুর্নীতি হয়েছে জানিয়ে স্বাধীন অডিট ফার্ম নিয়োগের ঘোষণা বিসিবি সভাপতির
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হওয়ার দিনই দুর্নীতি নিয়ে কথা বলেছিলেন ফারুক আহমেদ। সভাপতি হিসেবে করা প্রথম সংবাদ সম্মেলনে তিনি জানান, বাংলাদেশের প্রতিটি সেক্টরে হওয়া দুর্নীতির বাইরে নয় ক্রিকেট বোর্ডও। তখনই দুর্নীতি কমানোর ইচ্ছার কথা জানান তিনি। এর কদিন পর ফারুক সরাসরি বললেন, বিসিবিতে দুর্নীতি হয়েছে। এ কারণে জাতীয় দলের সাবেক এই অধিনায়ক ঘোষণা দিলেন স্বাধীন অডিট ফার্ম নিয়োগের।
বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে ১২তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়। সভাপতি হিসেবে এটাই ফারুকের প্রথম বোর্ড সভা, আর এদিনই নেওয়া হলো স্বাধীন অডিট ফার্ম নিয়োগ, শেখ হাসিনা স্টেমিয়ামের দরপত্র বাতিলসহ আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।
সরকার পরিবর্তনের পর বিসিবিতে যে নতুনের ছোঁয়া লেগেছে, সেখানে কোনো মহলের চাপ নেই বলে জানান ফারুক। বোর্ড স্বাধীনভাবে কাজ করতে পারছে। এ কারণে শুরুতেই তার দৃষ্টি দুর্নীতিরোধে। নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বোর্ডে দুর্নীতি হয়েছে জানিয়ে বিসিবি সভাপতি বলেন, 'কিছু দুর্নীতি যে হয়েছে, এটা আমরা সবাই জানি। এটা অস্বীকার করতে পারব না।'
২০১২ সালে বিসিবি সভাপতির দায়িত্ব পান পাপন, সে সময় সরকার তাকে মনোনীত করে। ২০১৩ সালের অক্টোবরে নির্বাচিত হন কিছুদিন আগে পদত্যাগ করা সাবেক এই বিসিবি সভাপতি। এরপর থেকে তিন মেয়াদে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার প্রধানের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। দীর্ঘ এই সময়ে তার নেতৃত্বাধীন বোর্ডে দুর্নীতি, আর্থিক অনিয়ম, কমিশন বানিজ্যসহ অনেক অভিযোগ আছেন।
স্বাধীন অডিট ফার্ম নিয়োগের মাধ্যমে সেসবের তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান ফারুক। দুর্নীতি দমন কমিশনেরও এখানে হস্তক্ষেপ থাকতে পারে জানিয়ে বিসিবি সভাপতি বলেন, 'আমরা একটি স্বাধীন অডিট ফার্ম খুব শিগগিরই নিয়োগ দেব। শীর্ষ চার ফার্মের মধ্যে একটি, তারা অডিট করবে। দুর্নীতি যদি হয়, তাহলে নিশ্চয়ই দুর্নীতি দমন কমিশন সেখানে হস্তক্ষেপ করবে। তবে আমাদের দায়িত্ব হচ্ছে, দুর্নীতি হয়েছে কিনা, বা কতটুকু বা কী মাত্রায় হয়েছে, এটা খুঁজে বের করা।'