সাদমানের বিদায়, ১০০ ছাড়িয়ে বাংলাদেশ
শুরুটা ভালোই হয়েছিল, উদ্বোধনী জুটিতে ৬২ রান পায় বাংলাদেশ। দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম অনিক সাবলীলভাবেই খেলে যাচ্ছিলেন। বাংলাদেশের উদ্বোধনী জুটি ভাঙেন জাসপ্রিত বুমরাহ। তার বলে স্লিপে ক্যাচ দিয়ে থামেন ৩৩ রান করা জাকির। দলীয় রান ৮০ পেরোনোর পর সহজ ক্যাচ তুলে বিদায় নেন সাদমান। ফ্লিক করতে গিয়ে গড়বড় টাইমিংয়ে মিড উইকেটে শুভমান গিলের হাতে ধরা পড়েন ৩৫ রান করা বাঁহাতি এই ওপেনার।
এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হকের ব্যাটে এগোতে থাকে বাংলাদেশ। এ দুজনের ১০০ ছাড়িয়েছে বাংলাদেশের সংগ্রহ। ৫১৫ রানের বিশাল লক্ষ্যে ব্যাটিংয়ে নামা সফরকারীরা ২৮ ওভার শেষে ২ উইকেটে ১১৪ রান তুলেছে। ওয়ানডে মেজাজে ব্যাটিং করা শান্ত ৩৩ বলে ২৯ ও মুমিনুল ২০ বলে ৯ রানে ব্যাটিং করছেন। জয়ের জন্য আরও ৪০১ রান দরকার বাংলাদেশের।
বুমরাহর শিকার জাকির
বড় লক্ষ্যে ভালো শুরুর পর প্রথম উইকেট হারালো বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ইনিংসের ১৭তম ওভারে ভারতের পেসার জাসপ্রিত বুমরাহর শিকারে পরিণত হলেন জাকির হাসান। ৪৭ বলে ৩৩ রান করা বাঁহাতি এই ওপেনার স্লিপে যশস্বী জয়সওয়ালের হাতে ধরা পড়েন। ১৯ ওভার শেষে ১ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৬৯ রান। জয়ের জন্য আরও ৪৪৬ রান দরকার তাদের। সাদমান ইসলাম অনিক ৩০ ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৮ রানে ব্যাটিং করছেন।
বিশাল লক্ষ্যে বাংলাদেশের প্রত্যয়ী শুরু
৫১৫ রানের বিশাল লক্ষ্য। এটা পাড়ি দেওয়া যে প্রায় অসম্ভব, তা ভালো করেই জানা আছেন বাংলাদেশ দলের। তাই লক্ষ্যের দিকে না তাকিয়ে ভালো শুরু করায় দৃষ্টি দেয় সফরকারীরা। এই পথে এখন পর্যন্ত সফলও তারা। চেন্নাই টেস্টে ভারতের দেওয়া বড় লক্ষ্য তাড়া করতে নেমে প্রত্যয়ী শুরু করেছে নাজমুল হোসেন শান্তর দল।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ তৃতীয় দিনের দ্বিতীয় সেশন শেষ হওয়ার আগে ১৩ ওভারে বিনা উইকেটে ৫৬ রান তুলেছে। জাকির হাসান ৩২ ও সাদমান ইসলাম অনিক ২১ রানে অপরাজিত আছেন। জয়ের জন্য এখনও বাংলাদেশের দরকার ৪৫৯ রান।
টস হেরে আগে ব্যাটিং করা ভারত প্রথম ইনিংসে ৩৭৬ রান তোলে। জবাবে ১৪৯ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। প্রথম ইনিংসেই ২২৭ রানের লিড পায় ভারত। ৪ উইকেটে ২৮৭ রান তুলে ভারত দ্বিতীয় ইনিংস ঘোষণা করলে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৫১৫ রান।