বাংলাদেশের ফিল্ডিং সাজিয়ে দেন ভারতের পন্ত!
বোলিং করা দল নিজেদের ফিল্ডিং সাজাবে, এটা বলে দেওয়ার মতো কিছু নয়। বোলার বাছাই থেকে শুরু করে ফিল্ডিং সাজানোর কাজটি করে থাকেন দলটির অধিনায়ক। কাজটি ঠিকঠাকভাবে করতে পারায় সুনাম আছে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। কিন্তু ভারতের বিপক্ষে প্রথম টেস্টে দেখা গেল অদ্ভুত এক দৃশ্য। প্রতিপক্ষ ব্যাটসম্যানের পরামর্শে ফিল্ডিং পরিবর্তন করলেন বাংলাদেশের অধিনায়ক।
শুনতে অবাক লাগলেও চেন্নাই টেস্টে এমনই হয়েছে। ভারতের দ্বিতীয় ইনিংসে দারুণ ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নেওয়া পন্তের কথা শুনে ফিল্ডিং পজিশন বদলান শান্ত। শুভমান গিলের সঙ্গে ১৬৭ রানের জুটি গড়েন ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি তুলে নেওয়া পন্ত। এই জুটির মাঝে বাংলাদেশকেও ফিল্ডিং সাজাতে সাহায্য করেন ভারতের উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। ব্যাপারটা যেন এমন, 'ব্যাট হাতে তো ভারতের রান বাড়িয়ে নিচ্ছিই, ফিল্ডিংয়ে তোমাদের একটু সাহায্য করি।'
ওভারের মাঝে হাতের ইশারায় মিড অফে ফিল্ডার রাখার পরামর্শ দেন পন্ত। স্টাম্প মাইকে শোনা যাচ্ছিল, পন্ত বলছিলেন, 'এখানে একজন আসো। ভাই, এখানে একজন ফিল্ডার।' পন্তের কথা শুনে বাংলাদেশ ঠিকই মিড অফে একজন ফিল্ডার দাঁড় করায়। মজা বা ঠাট্টা করে নয়, পন্ত এমনভাবে বলছিলেন; যেন তিনি বাংলাদেশেরই একজন। বাংলাদেশের সাড়াতেও মনে হয়েছে দলের কারও পরামর্শেই তারা ফিল্ডিংয়ে পরিবর্তন এনেছে।
ব্যাট হাতে দারুণ সব শটে বাংলাদেশকে শাসন করে যাচ্ছিলেন পন্ত, মাঝে কথা আর ইশারাতেও প্রতিপক্ষকেও নাচিয়েছেন তিনি। যেন 'কালো জাদুতে' কয়েক মুহূর্তের জন্য বাংলাদেশের ক্রিকেটারদের সম্মোহিত করে ফেলেছিলেন ভারতের ২৬ বছর বয়সী এই ব্যাটসম্যান। শুভমানের সঙ্গে কার্যকর জুটি গড়া পন্ত বোলার মেহেদী হাসান মিরাজের হাতে ক্যাচ তুলে বিদায় নেওয়ার আগে ১২৮ বলে ১৩টি চার ও ৪টি ছক্কায় ১০৯ রান করেন।