মারা গেছেন ক্রীড়া সাংবাদিক অঘোর মন্ডল
মারা গেছেন দেশের প্রবীণ ক্রীড়া সাংবাদিক অঘোর মন্ডল। অনেকদিন ধরেই কিডনি সমস্যা, হৃদরোগসহ নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। চিকিৎসার মাধ্যমে কিডনি সমস্যা অনেকটা নিয়ন্ত্রণে এলেও গত ৫ সেপ্টেম্বর ডেঙ্গুতে আক্রান্ত হন অঘোর মন্ডল। এরপর থেকে বঙ্গবন্ধু শেষ মুজিব মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেই আজ শেষ নিশ্বাস ত্যাগ করেন ৫৮ বছর বয়সী গুণী এই ক্রীড়া সাংবাদিক।
অঘোর মন্ডলের পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়েছে। হাসপাতাল থেকে তার মরদেহ নেওয়া হবে কর্মস্থল এটিএন নিউজে। এরপর শ্রদ্ধা জানানোর জন্য নেওয়া হবে হ্যান্ডবল ফেডারেশনে। এখান থেকে শ্রদ্ধা জানাতে অঘোর মন্ডলের মরদেহ নেওয়া হবে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে। সবশেষে হাতিরপুলে নিজের বাসায় নিয়ে যাওয়া হবে তার মরদেহ। সব আনুষ্ঠানিকতা শেষে আজ রাতেই পোস্তোগোলা শ্মশানঘাটে শেষকৃত্য অনুষ্ঠিত হবে তার।
চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবস্থার অবনতি হয় অঘোর মন্ডলের, এরপর তাকে সাধারণ কেবিন থেকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। পরে তাকে নেওয়া হয় লাইফ সাপোর্টে। কিন্তু চিকিৎসকদের কোনো চেষ্টাই কাজে আসেনি, আজ তিনি উড়াল দেন না ফেরার দেশে। স্ত্রী ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন অঘোর মন্ডল।
তিন দশকেরও বেশি সময় ধরে ক্রীড়া সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন তিনি। নব্বইয়ের দশকে আজকের কাগজ দিয়ে সাংবাদিকতা শুরু করেন অঘোর মন্ডল। এরপর তিনি কাজ করেছেন দৈনিক ভোরের কাগজে। যেখানে তার কাছে হাতেখড়ি হয়েছে বর্তমান সময়ের প্রতিষ্ঠিত অনেক ক্রীড়া সাংবাদিকের।
প্রিন্ট মিডিয়া ছেড়ে ইলেকট্রনিক সম্প্রচার মাধ্যমে যোগ দেওয়া নামী এই ক্রীড়া সাংবাদিক কাজ করেছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল চ্যানেল আই, দীপ্ত টিভি ও এটিএন নিউজে। সর্বশেষ এটিএন নিউজের ডিজিটাল অ্যান্ড নিউ মিডিয়ার বার্তা সম্পাদকের দায়িত্বে ছিলেন তিনি। চাকরির পাশাপাশি বিভিন্ন পত্রিকা ও অনলাইন সংবাদমাধ্যমে কলামও লিখতেন অঘোর মন্ডল।