বৃষ্টিতে আগেভাগেই প্রথম দিনের খেলা শেষ
কানপুরে রাতভর বৃষ্টি হয়েছে, যা চলে শুক্রবার সকাল পর্যন্তও। মাঠ ভেজা থাকায় ভারত-বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্টের টস হয় এক ঘণ্টা পর। খেলার শুরুর পরও ছিল বৃষ্টির হানা, মধ্যাহ্ন বিরতির সময় বৃষ্টি শুরু হয়। এরপর খেলা শুরু হলেও আর বেশিক্ষণ তা চললো না। আবারও বৃষ্টি শুরু হওয়ায় আগেভাগেই প্রথম দিনের বাকি অংশের খেলা পরিত্যক্ত ঘোষণা করেছেন আম্পায়াররা। এদিন এক সেশনের কিছু বেশি সময় খেলা হয়েছে।
৩৫ ওভারে ৩ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১০৭ রান। মুমিনুল হক ৪০ ও মুশফিকুর রহিম ৬ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২৯ রানের মধ্যে দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম অনিককে হারায় বাংলাদেশ। দুজনই ভারতের পেসার আকাশ দীপের শিকারে পরিণত হন।
২৪ বলে কোনো রান করতে পারেননি জাকির। ৩৬ বলে ৪টি চারে ২৪ রান করেন সাদমান। এরপর তৃতীয় উইকেটে মুমিনুলের সঙ্গে ৫১ রানের জুটি গড়া অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৮১ বলে ৭টি চারে ৪০ রান করেন। ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের বলে এলবিডব্লিউ হন বাঁহাতি এই ব্যাটসম্যান।
শান্ত-মুমিনুলে চাপ কাটিয়ে লাঞ্চে বাংলাদেশ
চার ওভারের ব্যবধানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া বাংলাদেশকে পথ দেখাচ্ছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। ৩০ রানের আগেই দুই ওপেনারকে হারানোর চাপ কাটিয়ে জুটি গড়ে তুলেছেন এ দুজন। তৃতীয় উইকেটে এখন পর্যন্ত তাদের জুটি থেকে ৮৩ এসেছে ৪৫ রান। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে ২৬ ওভারে ২ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৭৪ রান। শান্ত ২৮ ও মুমিনুল ১৭ রানে অপরাজিত আছেন। মধ্যাহ্ন বিরতির পরপরই বৃষ্টি শুরু হয়েছে কানপুরে, উইকেট ও মাঠের অনেকটা অংশ কভার দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।
আকাশের তোপে দুই ওপেনারকে হারালো বাংলাদেশ
ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশের শুরুটা ভালো হলো না। সাবধানী শুরুর পরও বেশি সময় উইকেটে টিকতে পারলেন না বাংলাদেশের দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম অনিক। দুজনই ভারতের পেসার আাকশ দীপের শিকারে পরিণত হয়ে সাজঘরে ফিরেছেন।
নবম ওভার ও ধলীয় ২৬ রানে আকাশের বলে স্লিপে যশস্বী জয়সওয়ালের হাতে ধরা পড়েন জাকির। ২৪ বল খেলা বাঁহাতি এই ওপেনার রানের খাতা খুলতে পারেননি। টেস্টে বাংলাদেশের টপ অর্ডারে সবচেয়ে বেশি বল খেলে শূন্য রানে আউট হওয়া ব্যাটসম্যান এখন তিনি।
তিন রান পরই বিদায় নেন সাদমান। আকাশের বল এলবিডব্লিউ হয়ে ফেরেন তিনি। যদিও ভারতের আবেদনে সাড়া দিয়ে আম্পায়ার তাকে আউট দেননি। কিন্তু রিভিউ নিয়ে সাদমানকে ফেরায় স্বাগতিকরা। এর আগে ৩৬ বলে ২৪ রান করেন বাংলাদেশের এই ওপেনার।
১৮ ওভার শেষে ২ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৫৫ রান। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১৬ ও মুমিনুল হক ১০ রানে ব্যাটিং করছেন। কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে টস হেরে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান ভারতের অধিনায়ক রোহিত শর্মা।