তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত
বাংলাদেশ-ভারতের মধ্যকার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট, পাঁচ দিনের ম্যাচের আজ তৃতীয় দিন। 'অফিসিয়ালি' চলমান ম্যাচ, কিন্তু মাঠে খেলা নেই। ম্যাচ সামনে এগোচ্ছে, দিন কমে আসছে; কিন্তু প্রথম দিনের বাকি অংশের খেলা পরিত্যক্ত হওয়ার আগে ম্যাচ যেখানে ছিল, সেখানেই আছে। দুই দিন ধরে অপরাজিত বাংলাদেশের দুই ব্যাটসম্যান মুমিনুল হক ও মুশফিকর রহিম। অপরাজিত বৃষ্টির দাপটও।
আজ অবশ্য বৃষ্টি সেভাবে ঝরেনি। খেলা শুরুর নির্ধারিত সময়ের বেশ আগেই বৃষ্টি থামে। এরপরও কিছুক্ষণ মাঠ কভার দিয়ে ঢেকে রাখা হয়। এরপর শুরু হয় মাঠ প্রস্তুতের কাজ। সেই কাজ ঠিকঠাকভাবেই করেছেন কানপুর গ্রিন পার্ক স্টেডিয়ামের গ্রাউন্ডসম্যানরা। এরপরও তৃতীয় দিনের খেলা আলোর মুখ দেখলো না। তিন দফা পর্যবেক্ষণের পর বাংলাদেশ সময় আড়াইটার দিকে তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।
দ্বিতীয় দিন একটি বলও মাঠে গড়ায়নি। আজও তাই হলো, কোনো বল না গড়িয়েই পরিত্যক্ত হলো দিনের খেলা। যদিও বর্তমানে কানপুরে বৃষ্টি নেই। তবে মাঠ পুরোপুরিভাবে প্রস্তুত করা সম্ভব হয়নি, অনেক জায়গা ভেজা থেকেই গেছে। রাতভর বৃষ্টির কারণে মাঠে এতো পানি জমে যে, কেবল সুপার সপার দিয়ে তা শুকানো সম্ভব হয়নি। এ ছাড়া আকাশ কালো মেঘে ঢেকে থাকায় আলোক স্বল্পতা আছে। সব মিলিয়ে খেলা চালিয়ে সম্ভব বলে মনে করেননি আম্পায়াররা।
সকাল থেকে কানপুরে বৃষ্টি হয়নি। কিন্তু রোদের মুখও দেখা যায়নি। তাই মাঠ শুকানোর কাজ সেভাবে এগিয়ে নিতে পারেননি গ্রাউন্ডসম্যানরা। সকালের দিকেই একবার মাঠ পর্যবেক্ষণ করেন আম্পায়াররা। সে সময় জানানো হয় বাংলাদেশ সময় বেলা সাড়ে ১২টায় আবার পর্যবেক্ষণ করবেন তারা। এ দফায় মাঠ দেখে আড়াইটায় আবার মাঠ পর্যবেক্ষণ করার কথা জানানো হয়। এবার মাঠ দেখে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। এই টেস্টে বাকি থাকলো আর দুই দিন, এ সময়ে ম্যাচের ফল না আসার সম্ভাবনাই বেশি। অর্থাৎ, কানপুর টেস্ট ড্রয়ের পথেই এগোচ্ছে।
প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা হওয়ার আগে বাংলাদেশ-ভারতের মধ্যে লড়াইটা হয় সমানে সমান। ৩৫ ওভারে ৩ উইকেটে ১০৭ রান তোলে বাংলাদেশ। মুমিনুল হক ৪০ ও মুশফিকুর রহিম ৬ রানে অপরাজিত আছেন। এরও আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৩১ ও সাদমান ইসলাম অনিক ২৪ রান করেন। ২৪ বল খেলা জাকির হাসান রানের খাতা খোলার আগেই বিদায় নেন। ভারতের পেসার আকাশ দীপ ২টি স্পিনার রবিচন্দ্রন অশ্বিন একটি উইকেট নেন।
টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশের এই দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ভারত। প্রথম টেস্টে ব্যাটিং ব্যর্থতায় কোনো লড়াই-ই করতে পারেনি বাংলাদেশ, চতুর্থ দিন লাঞ্চের আগেই তারা হার মেনে নেয়। দুই ইনিংস মিলিয়ে ৩৮৩ রান করা নাজমুল হোসেন শান্তর দল ম্যাচ হারে ২৮০ রানের বড় ব্যবধানে। বাংলাদেশের দুই ইনিংসে কেবল একটি হাফ সেঞ্চুরি ছিল, করেন শান্ত।