মুমিনুলের সেঞ্চুরি, ২০০ ছাড়িয়ে লাঞ্চে বাংলাদেশ
তিন নম্বরে নেমে বাংলাদেশকে পথ দেখিয়ে চলা মুমিনুল হক দারুণ ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন। এটা তার টেস্ট ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি, যা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ। ১৭৬ বলে ১৬টি চার ও একটি ছক্কায় ১০২ রানে অপরাজিত আছেন তিনি। মুমিনুলের সঙ্গে ৩৫ রানের জুটি গড়া মেহেদী হাসান মিরাজ ৬ রানে অপরাজিত। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে ৬৬ ওভার শেষে ৬ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ২০৫ রান।
সিরাজের দুর্দান্ত ক্যাচে ফিরলেন মারমুখী সাকিব
চড়াও হয়ে খেলতে গিয়ে নিজের উইকেট বিলিয়ে দেন লিটন কুমার দাস। মোহাম্মদ সিরাজের বলে এক হাতে নেওয়া অসাধারণ ক্যাচে বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যানকে ফেরান ভারতের অধিনায়ক রোহিত শর্মা। লিটনের পথে হাঁটলেন সাকিব আল হাসানও। চড়াও হতে গিয়ে সাজঘরে ফিরতে হলো অভিজ্ঞ এই অলরাউন্ডারকে।
ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের করা ইনিংসের ৫৬তম ওভারের পঞ্চম বলে ডাউন দ্য উইকেটে গিয়ে চার মারেন সাকিব। পরের বলেও একই কাজ করতে যান তিনি। কিন্তু এবার তার নেওয়া 'ওয়ান হ্যান্ডেড শট'- এ বল উঠে যায় আকাশে। মিড অফে ফিল্ডিং করা সিরাজ পেছনে ঝাঁপিয়ে দারুণ ক্যাচে ফিরিয়ে দেন ১৭ বলে ৯ রান করা সাকিবকে।
দারুণ ব্যাটিং করে আসা মুমিনুল হকের সঙ্গে যোগ দিয়েছেন মেহেদী হাসান মিরাজ, এ দুজনের ব্যাটে এগোচ্ছে বাংলাদেশ। ৬২ ওভার শেষে ৬ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১৮৮ রান। টেস্ট ক্যারিয়ারের ২০তম হাফ সেঞ্চুরি তুলে নেওয়া মুমিনুল ৮৬ ও মিরাজ ৫ রানে ব্যাটিং করছেন।
রিভিউ নিয়ে বাঁচার পর মুমিনুলের হাফ সেঞ্চুরি
ভারতের পেসারের মোহাম্মদ সিরাজের শর্ট অব লেংথ ডেলিভারি ভালোভাবে সামলাতে পারলেন না মুমিনুল হক। বল তার কোমড়ের নিচে লেগে জমা পড়লো ফিল্ডারের হাতে। ভারতের আবদনে সাড়া দিয়ে তাকে আউট দনে আম্পায়ার। কিন্তু বল যে ব্যাটে লাগেনি, সেটা হয়তো ভালোভাবেই বুঝতে পেরেছিলেন মুমিনুল। বাংলাদেশের বাঁহাতি এই ব্যাটসম্যান রিভিউ নিয়ে বাঁচেন।
এর পরের বলেই দারুণ এক পুল শটে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন মুমিনুল। ১০৯ বলে ৯টি চারে পঞ্চাশে পৌঁছান তিনি। টেস্টে এটা তার ২০তম হাফ সেঞ্চুরি, যা বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে ষষ্ঠ সর্বোচ্চ। পঞ্চাশ রানের বেশি ইনিংস খেলায় অবশ্য মুমিনুল পাঁচ নম্বরে।
মুমিনুল ও লিটন কুমার দাসের ব্যাটে এগোচ্ছে বাংলাদেশ। কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে চলমান টেস্টের প্রথম ইনিংসে ৫০ ওভার শেষে ৪ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১৪৮ রান। মুমিনুল ৬২ রানে ও লিটন ১৩ রানে ব্যাটিং করছেন। উইকেটে গিয়েই নিজেকে মানিয়ে নেওয়া লিটন জাসপ্রিত বুমরাহর এক ওভারে ৩টি চার মারেন।
বুমরাহর বল ছেড়ে দিয়ে বোল্ড মুশফিক
বৃষ্টির দাপট শেষে অবশেষে বাংলাদেশ-ভারতের মধ্যকার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের খেলা মাঠে গড়ালো। এদিন অতি সাবধানী শুরু করেন বৃষ্টির কারণে দুই দিন ধরে অপরাজিত থাকা বাংলাদেশের দুই ব্যাটসম্যান মুমিনুল হক ও মুশফিকুর রহিম। প্রথম ৫ ওভার থেকে মাত্র ১ রান তোলেন তারা। এরপরও অবশ্য জুটি বড় হয়নি তাদের। ভারতের পেসার জাসপ্রিত বুমরাহর দারুণ এক ইনসুইঙ্গার ছেড়ে দিতে গিয়ে বোল্ড হয়েছেন মুশফিক।
আজকের দিনের ষষ্ঠতম ওভারে আউট হয়ে সাজঘরে ফেরেন মুশফিক। বুমরাহর করা এই ওভারের প্রথম বলে বেঁচে যান অভিজ্ঞ ব্যাটসম্যান। ইনসাইড এজে সামান্যর জন্য রক্ষা পান তিনি, আসে চার রান। কিন্তু এরপরই বুমরাহর ডেলিভারি ছেড়ে দিতে গিয়ে ভেঙে যায় মুশফিকের স্টাম্প। ফেরার আগে ৩২ বলে ১১ রান করেন তিনি।
কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে চলমান টেস্টের প্রথম ইনিংসে ৪৪ ওভার শেষে ৪ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১৩২ রান। মুমিনুল ১০৪ বলে ৪৭ ও লিটন কুমার দাস ১৩ বলে ১২ রানে ব্যাটিং করছেন। বৃষ্টির কারণে প্রথমদিন ৩৫ ওভার খেলা। দ্বিতীয় ও তৃতীয় দিন একটি বলও মাঠে গড়ায়নি। প্রথম টেস্টে ২৮০ রানের বড় ব্যবধানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ভারত।