র্যাঙ্কিংয়ে সেরা দশে রাবেয়া, ফাহিমার লম্বা লাফ
জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ, উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডকে হারায় তারা। জয়ের ধারায় অবশ্য বেশি সময় থাকা হয়নি, দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে হেরে যায় বাংলাদেশের মেয়েরা। ফল যাই হোক, বল হাতে দারুণ ধারাবাহিক বাংলাদেশের দুই স্পিনার রাবেয়া খান ও ফাহিমা খাতুন। দুই ম্যাচে পারফর্ম করায় আইসিসি নারী টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তাদের।
গত সপ্তাপের পারফরসম্যান্স বিবেচনায় র্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। মঙ্গলবার তা প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। সেরা দশে জায়গা করে নিয়েছেন রাবেয়া, লম্বা লাফ দিয়েছেন ফাহিমা।
স্কটল্যান্ডের বিপক্ষে ৪ ওভারে ২০ রান খরচায় একটি উইকেট নেন রাবেয়া। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে আরও কৃপণ বোলিং করেন ১৯ বছর বয়সী এই লেগ স্পিনার। ৪ ওভারে ১৫ রানে নেন একটি উইকেট। ধারাবাহিক পারফরম্যান্সে এক ধাপ এগিয়ে ৯ নম্বরে উঠেছেন রাবেয়া। তিনি ছাড়া সেরা ২৫-এর মধ্যে নেই আর কোনো বাংলাদেশি বোলার।
স্কটল্যান্ডের বিপক্ষে এক উইকেট নেওয়া ফাহিমা ইংলিশদের বিপক্ষে শিকার করেন ২টি উইকেট। দুই ম্যাচে ৩ উইকেট নিয়ে ১৩ ধাপ এগিয়েছেন ৩১ বছর বয়সী অভিজ্ঞ এই লেগ স্পিনার, ৪৫ নম্বরে আছেন তিনি। দুই ধাপ করে পিছিয়েছেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার ও পেসার মারুফা আক্তার। নাহিদা ২৭ ও মারুফা ৩১ নম্বরে আছেন।
অল্প সময়ের জন্য হলেও শীর্ষে উঠে ইতিহাস গড়েছেন পাকিস্তানের সাদিয়া ইকবাল। বাংলাদেশের বিপক্ষে উইকেটশূন্য থাকায় সাত পয়েন্ট হারিয়ে দুই নম্বরে নেমে যান ইংল্যান্ডের সোফি এক্লেস্টোন। তবে পরের ম্যাচে ২ উইকেট নিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেন ইংলিশ এই বাঁহাতি স্পিনার। তার খুব কাছেই আছেন সাদিয়া।