আরেকটি হারে বিশ্বকাপ স্বপ্ন বিবর্ণ জ্যোতিদের
সেমি-ফাইনালে ওঠার স্বপ্ন নিয়ে বিশ্বকাপে খেলতে গেছিলেন নিগার সুলতানা জ্যোতিরা। প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে সেই পথে শুভ সূচনাও করেছিলো বাংলাদেশের মেয়েরা। দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডের কাছে হেরে অবশ্য ধাক্কা খায় হাশান তিলকারত্মের শিষ্যরা। আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতলে সেমির স্বপ্ন ভালোভাবেই বেঁচে থাকতো বাংলাদেশের। কিন্তু নাহিদা-মারুফারা হেরে গেছেন বড় ব্যবধানে।
ক্যারিবিয়ানদের কাছে ৮ উইকেটের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাট করে জ্যোতিরা তুলতে পারেন ১০৩ রান। মাত্র দুই উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। এই নিয়ে ক্যারিবিয়ানদের বিপক্ষে বিশ্বকাপে চারবার খেলে প্রতিবারই হারল লাল-সবুজের দল।
বাংলাদেশের দেওয়া ১০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ঝড়ো শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার ও দলের অধিনায়ক হেইলি ম্যাথিউস মাত্র ২২ বলে ৩৪ রান করে লক্ষ্যের দিকে এগিয়ে দেন ক্যারিবিয়ানদের। স্টেফানি টেইলরের ব্যাট থেকে আসে ২৭ রান। ডটিনের ৭ বলে ১৯ রানের ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের জয় আরও তরান্বিত হয়।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভার খেললেও আট উইকেট হারিয়ে বাংলাদেশ তুলতে পারে মাত্র ১০৩ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ৪৪ বলের ইনিংসে চারটি চার মেরেছেন জ্যোতি। দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান এসেছে দিলারার ব্যাট থেকে। ওয়েস্ট ইন্ডিজের কারিশমা রামহ্যারাক মাত্র ১৭ রান দিয়ে চার উইকেট তুলে নেন।
বাংলাদেশ গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সেই ম্যাচ জিতলেও অনেক হিসাব নিকাশের মারপ্যাঁচে পড়ে সেমি-ফাইনাল খেলার স্বপ্ন পূরণ নাও হতে পারে জ্যোতিদের।