‘সবার সঙ্গে লড়তে পারার বিশ্বাস রাখতে হবে’- হোয়াইটওয়াশ হওয়ার পর শান্ত
এবারের ভারত সফরটি বাংলাদেশের জন্য দুঃস্বপ্নই হয়ে থাকবে। পাকিস্তানের মাটিতে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে আসা দলটিই ভারতে পুরোটা সময় ব্যর্থতার বৃত্তে বন্দী হয়ে ছিল। হতাশার ব্যাটিংয়ে দুই ম্যাচে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। টি-টোয়েন্টিতেও বদলায়নি তাদের ভাগ্য। প্রথম দুই ম্যাচে বড় ব্যবধানে হারে বাংলাদেশ, শেষ ম্যাচে আজ আরও নাজেহাল অবস্থা হয়েছে সফরকারীদের।
আগে ব্যাটিং করে ২৯৭ রান তোলে ভারত, যা এই ফরম্যাটে তাদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। টি-টোয়েন্টির ইতিহাসে এটা দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। বিশাল লক্ষ্য তাড়ায় ১৬৪ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস, মেনে নিতে হয় ১৩৩ রানের বড় হার। রানের হিসেবে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় হার। টেস্টের মতো টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ বাংলাদেশ।
এমন হতাশার সিরিজের পরও অবশ্য আশা হারাচ্ছেন না নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ অধিনায়কের চাওয়া, যেকোনো দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারার বিশ্বাসটা রাখতে হবে নিজেদের মধ্যে। এ ছাড়া আগামীতে ভালো করার জন্য ঘরের মাঠের উইকেটে পরিবর্তন চান তিনি।
৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হারে পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হতাশার সুরে শান্ত বলেন, 'আমরা আমাদের সেরা ক্রিকেট খেলতে পারিনি। আমার মনে হয়, আমরা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি। ব্যাটিং বিভাগ হিসেবে সম্ভবত কোনো ম্যাচেই আমরা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি। বোলিংয়ে আমরা কিছু ম্যাচের কিছু ওভারে ভালো বোলিং করেছি। কিন্তু আজ কেউ ভালো করতে পারেনি।'
সামনের দিকে তাকানোর আলোচনায় নিজেদের ওপর বিশ্বাস রাখাসহ অনেক কিছু পরিবর্তন করার কথা জানালেন বাংলাদেশ অধিনায়ক। শান্তর ভাষায়, 'আমার মনে হয়, নিজেদের ওপর এই বিশ্বাস রাখা গুরুত্বপূর্ণ যে, আমরা যেকোনো দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের অনেক কিছু পরিবর্তন করা লাগবে, বিশেষ করে আমাদের ঘরের মাঠের উইকেট পরিবর্তন করতে হবে। খেলোয়াড়দের নিজেদের যত্ন নিতে হবে এবং দায়িত্ব নিতে হবে।'
দুই ম্যাচের টেস্ট সিরিজ ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ইতিবাচক তেমন কিছুই ছিল না বাংলাদেশের পারফরম্যান্সে। এরপরও শান্ত অবশ্য ইতিবাচক দিক খুঁজে নিলেন, 'আজ হৃদয় খুব ভালো বোলিং করেছে। পেসাররা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টা করছে, এটা ভালো লাগার মতো ব্যাপার। একজন টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে আরও অনেক উন্নতি করতে চাই।'