র্যাঙ্কিংয়ে এগোলেন হৃদয়-লিটন, তাসকিনের বড় লাফ
ভারত সফরে দুঃস্বপ্নের সময় গেছে বাংলাদেশের। টেস্টের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও হোয়াইটওয়াশ হয় তারা। পুরো সফরজুড়ে ছিল ব্যাটিং ব্যর্থতা, বোলিংয়ে দেখা যায়নি বিশেষ কিছু। হতাশার মাঝেও ভিন্ন ভিন্ন ম্যাচে পারফরম্যান্স করেছেন কয়েকজন ক্রিকেটার, র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তাদের।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে এগিয়েছেন তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস। বোলারদের র্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়েছেন তাসকিন আহমেদ। এগিয়েছেন আরও দুই পেসার মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিবও। তবে পিছিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেনরা।
গত সপ্তাহের পারফরম্যান্সের ভিত্তিতে র্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। যা সব সময়েই মতো বুধবার প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
দিল্লিতে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের বোলারদের ওপর ঝড় বইয়ে দিয়ে ২২১ রানের বড় সংগ্রহ গড়ে ভারত। ১৫'র বেশি ইকোনমিতে রান খরচা করেন দুজন বোলার, দুজন ওভার প্রতি ১২'র বেশি করে রান দেন। তাসকিন ছাড়া মুস্তাফিজ কেবল ৯ রান করে খরচা করেন। এর মাঝেও ব্যতিক্রম ছিলেন তাসকিন।
৪ ওভারে মাত্র ১৬ রানে ২টি উইকেট নেন ডানহাতি এই পেসার। দারুণ এই বোলিংয়ের সুবাদে বোলারদের র্যাঙ্কিংয়ে ১১ ধাপ এগিয়েছেন তিনি, বর্তমানে আছেন ১৯ নম্বরে। এক ধাপ এগিয়ে ১৫তম স্থানে সিরিজে ৪ উইকেট নেওয়া মুস্তাফিজ, যা বাংলাদেশি বোলারদের মধ্যে সেরা।
শেষ দুই ম্যাচে ৫ উইকেট নেওয়া তানজিম এগিয়েছেন সাত ধাপ, আছেন ৬১ নম্বরে। বড় অবনতি হয়েছে লেগ স্পিনার রিশাদের। ৩ ম্যাচে ওভার প্রতি ১৪'র বেশি করে রান দেওয়া এই বোলার ১২ ধাপ পিছিয়ে ৩৭ নম্বরে নেমে গেছেন। অফ স্পিনার শেখ মেহেদি হাসান ৩ ধাপ পিছিয়ে আছেন ৪১ নম্বরে।
শেষ টি-টোয়েন্টিতে হায়দরাবাদে ২৯৭ রানের রেকর্ড সংগ্রহ গড়ে ভারত। বাংলাদেশ হারে ১৩৩ রানের বড় ব্যবধানে। এর চেয়ে বড় হার জুটতে পারতো, সেটা কমিয়েছেন হৃদয়। ডানহাতি এই ব্যাটসম্যান ৪২ বলে ক্যারিয়ার সেরা ৬৩ রান করেন। এই ইনিংসের সুবাদে ৪ ধাপ এগিয়ে ২৭ নম্বরে উঠেছেন তিনি। তিন ধাপ পিছিয়ে ৪৯ নম্বরে নেমে গেছেন শান্ত।
বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের লেগ স্পিনার রশিদ খান। ২ ধাপ এগিয়ে ২ নম্বরে উঠে এসেছেন ওয়েস্ট ইন্ডিজের গুডাকেশ মোটি। ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে এক নম্বর জায়গাটি ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। অলরাউন্ডারদের মধ্যে শীর্ষে ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন।