ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিল, ১০৬ রানেই অলআউট বাংলাদেশ
দ্বিতীয় ওভারেই উইকেট পতন, এরপর নিয়মিত ধারায় উইকেট হারিয়ে গেল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার দুই পেসার উইয়ান মুলডার ও কাগিসো রাবাদার পর তোপ তাগলেন স্পিনার কেশব মহারাজও। এই তিন বোলারের সামনে দিক হারিয়ে ফেলা বাংলাদেশ অলআউট হয়ে গেল অল্প রানেই।
সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪০.১ ওভারে ১০৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। ঘরের মাঠে এটা তাদের পঞ্চম সর্বনিম্ন দলীয় সংগ্রহ। মিরপুরে এটা বাংলাদেশের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। আগের সর্বনিম্ন ৮৭, পাকিস্তানের বিপক্ষে।
বাংলাদেশের ইনিংসে কেবল মাহমুদুল হাসান জয় কিছুটা লড়াই করতে পেরেছেন। ইনিংস উদ্বোধন করতে নামা ডানহাতি এই ব্যাটসম্যান ৩০তম ওভারে আউট হন। ডেন পিটের শিকারে পরিণত হওয়ার আগে ৯৭ বলে ২টি চার ও একটি ছক্কায় ইনিংস সেরা ৩০ রান করেন জয়।
বাকিদের কেউ ২০ রানের গণ্ডিও পেরোতে পারেননি। দ্বিতীয় ওভারেই অনেক বাইরের বলে ব্যাট চালিয়ে স্লিপে ধরা পড়া সাদমান ইসলাম অনিক রানের খাতা খুলতে পারেননি। চতুর্থ ওভারে মুমিনুল হক বোল্ড হন, ৪ রান করেন তিনি। ষষ্ঠ ওভারে সাজঘরে ফিরে ফেরেন ৭ রান করা নাজমুল হোসেন শান্তও। বাংলদেশের প্রথম তিন উইকেটই নেন মুলডার।
বাকি কাজ সারেন রাবাদা ও মহারাজ। এ দুজনের সামনে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানই টিকতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান করেন স্পিনার তাইজুল ইসলাম। রাবার ৩০০তম টেস্ট উইকেটে পরিণত হওয়া মুশফিকুর রহিম করেন ১১ রান।
লিটন কুমার দাস ১ ও মেহেদী হাসান মিরাজ করেন ১৩ রান। অভিষিক্ত জাকের আলী অনিক ২ রান করে বিদায় নেন। দক্ষিণ আফ্রিকার রাবাদা, মুলডার ও মহারাজ ৩টি করে উইকেট নেন। একটি উইকেট পান ডেন পিট।