বৃষ্টি শেষে খেলা শুরু
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হয়েছে। বৃষ্টির কারণে ১টা ৪০ মিনিটের দিকে খেলা বন্ধ হয়ে যায়। উইকেট ও মাঠের কিছু অংশ কভার দিয়ে ঢেকে রাখা হয়। ৩০ মিনিট আগেই চা পানের বিরতি দেওয়া হয়। বৃষ্টি শেষে দ্রুততার সঙ্গে মাঠ প্রস্তুত করে ৩টায় খেলা শুরু করা হয়েছে।
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের কাণ্ডারী হয়ে ওঠা মেহেদী হাসান মিরাজ লড়াই চালিয়ে যাচ্ছেন, তার সঙ্গে আছেন অফ স্পিনার নাঈম হাসান। ৮৩ ওভার শেষে ৭ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ২৭৬ রান, লিড দাঁড়িয়েছে ৭৪। মিরাজ ৮৪ ও নাঈম ১৪ রানে ব্যাটিং করছেন।
বাংলাদেশের লিড ৬০ ছাড়ানোর পর মিরপুরে বৃষ্টির হানা
দুঃসময়ে হাল ধরা মেহেদী হাসান মিরাজ ও জাকের আলী অনিকের ব্যাটে ইনিংস হারের শঙ্কা কাটিয়ে লিড নেয় বাংলাদেশ। বোলারদের নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছিলেন মিরাজ। এমন সময়ে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হানা দিলো বৃষ্টি। দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ২৬৭ রান।
বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ৬৫ রান। মিরাজ ৭৭ ও নাঈম হাসান ১২ রানে অপরাজিত আছেন। বেলা ১টা ৪০ মিনিটের দিকে বৃষ্টি শুরু হয়। উইকেট ও মাঠের কিছু অংশ কভার দিয়ে ঢেকে রাখা হয়েছে। এর আগে সপ্তম উইকেটে ১৩৮ রানের জুটি গড়েন মিরাজ ও জাকের। অভিষিক্ত জাকের ৫৮ রান করে আউট হন।
ইনিংস হারের শঙ্কা কাটিয়ে লিড নেওয়ার পথে বাংলাদেশ
দ্বিতীয় দিনই ইনিংস হারের শঙ্কা জেঁকে ধরে। ২০২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ৪ রানেই দুই উইকেট হারায়। তৃতীয় উইকেটে ৫৫ রানের জুটিতে প্রাথমিক চাপ সরে যায়। পরে মাহমুদুল হাসান জয় ও মুশফিকুর রহিম দিনের বাকি অংশ পার করে আশা বাঁচিয়ে রাখেন।
যদিও তৃতীয় দিন সকালেই সব আশা মিলিয়ে যায়। দ্রুত ৩ উইকেট হারিয়ে আবারও ইনিংস হারের শঙ্কায় পড়ে বাংলাদেশ। এখান থেকে কাণ্ডারীর দেখা মেলে। মেহেদী হাসান মিরাজ ও অভিষিক্ত জাকের আলী অনিক মিলে ইনিংস হারের শঙ্কা কাটিয়ে দলকে লিড নেওয়ার খুব কাছে নিয়ে গেছেন।
এ দুজনের ব্যাটিং দৃঢ়তায় ৬ উইকেটে ২০১ রান তুলে লাঞ্চে গেছে বাংলাদেশ। আর এক রান পর থেকেই লিডের খাতায় যোগ হবে বাংলাদেশের তোলা রান। সপ্তম উইকেটে ইতোমধ্যে ৮৯ রানের জুটি গড়েছেন মিরাজ ও জাকের। যা মিরপুর টেস্টে দুই ইনিংস মিলিয়ে এখন পর্যন্ত বাংলাদেশের সেরা জুটি। এ দুজন মিলে বল খেলেছেন ১৭২টি।
জাকেরকে এক পাশে রেখে আসল কাজটি করেছেন মিরাজ। গত কয়েক বছরে সত্যিকার অলরাউন্ডারের পারফরম্যান্স করা ডানহাতি এই ব্যাটসম্যান দলের দুঃসময়ে দায়িত্ব কাঁধে নিয়ে তুলে নিয়েছেন টেস্টের নবম হাফ সেঞ্চুরি। ১০৭ বলে ৭টি চার ও একটি ছক্কায় ৫৫ রানে অপরাজিত তিনি।
এই টেস্টে এটা বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের প্রথম হাফ সেঞ্চুরি, সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংসও। এই ম্যাচ দিয়ে টেস্টে পথচলা শুরু করা জাকের প্রথম ইনিংস ২ রান করে আউট হন। এই ইনিংসে ৭১ বলে ৪টি চারে ৩০ রানে অপরাজিত আছেন তিনি।