চট্টগ্রামে শান্তর সঙ্গে অধিনায়কত্ব নিয়ে কথা বলবেন ফারুক
হঠাৎ-ই অধিনায়কত্ব ছাড়ার কথা জানান নাজমুল হোসেন শান্ত। ব্যাপারটি ছিল বিনা মেঘে বজ্রপাতের মতোই। প্রশ্ন জাগে, তিন ফরম্যাটের অধিনায়কত্বে থাকা বাঁহাতি এই ব্যাটসম্যান নেতৃত্বের চাপে আট মাসেই হাঁপিয়ে উঠলেন! প্রশ্নটির উত্তর এখনও মেলেনি। প্রাথমিকভাবে নিজের পরিকল্পনার কথা বিসিবিকে জানিয়েছেন শান্ত। তবে এ বিষয়ে এখনও বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে কথা হয়নি তার।
বিসিবি সভাপতি আজ রাতে চট্টগ্রামে যাচ্ছেন। সেখানে শান্তর সঙ্গে এ বিষয়ে কথা বলবেন বলে জানিয়েছেন তিনি। কদিন আগে একটি সংবাদমাধ্যমের সঙ্গে অধিনায়কত্ব ছাড়ার বিষয়ে কথা বলেন শান্ত। ওই খবরটিতে বলা হয়, বিসিবি সভাপতির সিদ্ধান্তের অপেক্ষায় আছেন তিনি। যদিও বুধবার বোর্ড সভার আগে সংবাদমাধ্যমকে ফারুক জানান, এ বিষয়ে শান্তর সঙ্গে কথা হয়নি তার।
শান্তর অধিনায়কত্ব ছাড়ার ব্যাপারটি যে খবরে এসেছে, এ সম্পর্কে অবগত নন বিসিবি সভাপতি। তার বক্তব্যে তেমনই মনে হয়েছে। তিনি উল্লেখ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনার কথা। এ কারণে ক্রিকেটারদের আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়ে ফারুক বলেন, 'আমি জানি না আপনাদের সঙ্গে নাজমুল (শান্ত) কথা বলেছে কিনা…অনেক সময় সামাজিক যোগাযোগমাধ্যমের অনেক নিউজ তাদের ওপর প্রভাব ফেলতে পারে। খেলোয়াড়দের আসলে আরও সচেতন হওয়া দরকার।'
'তারা আসলে যেটাই অনুভব করুক, সেটা নিয়ে…নট চেইন অব কমান্ড, বাইরে না কথা বলে আমার মনে হয় অপারেশন্স, সিইও, প্রেসিডেন্ট, বেশ কিছু পদক্ষেপ আছে যা করা যেতে পারে। আমি আশা করি খেলোয়াড়রা এ ব্যাপারে সচেতন হবে। আর যদি কোনো খেলোয়াড় মনে করেন, সে কন্টিনিউ করতে পারছেন না, তাহলে সেটা ব্যক্তিগত ব্যাপার। যদি এমন কোনো রিকয়েস্ট আসে…আমরা তাহলে আলোচনা করব।' যোগ করেন তিনি।
কেউ দায়িত্ব ছাড়তে চাইলে নেপথ্য কারণ নিয়ে আলোচনা করাটা জরুরি বলে মনে করেন বিসিবি সভাপতি। তার ভাষায়, 'সবচেয়ে ইজি অপশন হচ্ছে, কেউ যদি বলে আমি করতে চাই না, থ্যাংক ইউ, চলে গেলাম। সবচেয়ে ইজি অপশন। কিন্তু ভেতরে গেলে, কেন করতে চাচ্ছে না, এর পেছনে আর কোনো কারণ আছে কি না, সেগুলো নিয়ে আলাপ করা জরুরি।'
চট্টগ্রামে গিয়ে সেই আলাপটাই করবেন ফারুক। বসতে চান অধিনায়ক শান্ত ছাড়াও কোচ ও দলের অন্যান্যদের সঙ্গে, 'আলাপ করব। দায়িত্ব নেওয়ার পর থেকে বিপিএলের দল করা, আরও অনেক ইস্যু, যেগুলো আমাদের হ্যান্ডেল করতে হয়েছে। খেলোয়াদের সঙ্গে একদিন মাত্র বসার সুযোগ হয়েছে, সেটাও ৮-১০ জন এসেছিল, বিপিএল নিয়ে কথা বলেছি। চট্টগ্রামে যাব আজ রাতে। দল, কোচ, সবার সঙ্গে বসার চেষ্টা করব। তখন একটা কিছু আউটকাম আসবে।'
অবস্থা বিবেচনায় মনে হয়েছে, আপাতত শান্তকেই নেতৃত্বে রাখার পরিকল্পনা বিসিবির। তাকে মানানোর চেষ্টা করা হবে কিনা, এমন প্রশ্নের উত্তরে ফারুক বলেন, 'আমি তো না বসলে বুঝতে পারব না। পত্রিকা পড়ে তো সিদ্ধান্ত নেওয়া যায় না। যদি তার সঙ্গে বসি, তার যদি কোনো সমস্যা থাকে, সে যদি কন্টিনিউ করতে না চায়…এগুলো না বসলে বলতে পারব না। এই মুহূর্তে ওইভাবে তার সঙ্গে কোনো কথা হয়নি।'