মাঠে পিএসজি সমর্থকদের 'ফ্রি প্যালেস্টাইন' ব্যানার, ফরাসি মন্ত্রীর সমালোচনা
ফ্রান্সের ফুটবল ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই-এর (পিএসজি) ফুটবল ভক্তদের "ফ্রি প্যালেস্টাইন" লেখা বিশাল ব্যানার প্রদর্শনকে "অগ্রহণযোগ্য" বলে সমালোচনা করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বুহনো হোতাইয়ু।
হোতাইয়ু জানিয়েছেন, তিনি ক্লাবের কাছ থেকে এ বিষয়ে ব্যাখ্যা চাইবেন।
বুধবার (৬ নভেম্বর) পার্ক দে প্রিন্সেস স্টেডিয়ামে আতলেতিকো মাদ্রিদের বিরুদ্ধে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের আগে প্যারিস আলট্রাস কালেক্টিভ (সিইউপি) নামের হার্ড-কোর ফ্যান গ্রুপ এই ব্যানার প্রদর্শন করে।
বুহনো হোতাইয়ু বৃহস্পতিবার (৭ নভেম্বর) সুদ রেডিওকে বলেন, "আমি কিছুই বাদ দিচ্ছি না। আমি আরও জানতে চাই এবং কীভাবে এই ব্যানার প্রদর্শিত হলো তা বুঝতে চাই। প্যারিসের পুলিশ প্রধান (লরেন্ত নুনেজ) ঘটনাটি ব্যাখ্যা করেছেন। আমরা কিছু বিষয়ে একমত হয়েছি। তবে আমি জবাবদিহিতা চাইছি।"
ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, পিএসজির বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, কারণ উয়েফা শুধু অপমানজনক বা উসকানিমূলক রাজনৈতিক বার্তা নিষিদ্ধ করেছে।
উয়েফার একজন মুখপাত্র বলেন, "এই নির্দিষ্ট ক্ষেত্রে ব্যানারটি উসকানিমূলক বা অপমানজনক হিসেবে বিবেচিত নয়। তাই, কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না।"
ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউরো নেশনস লিগে ইসরায়েলের বিপক্ষে ফ্রান্সের ম্যাচের আট দিন আগে এমন ঘটনা ঘটল।
পিএসজির গোলপোস্টের পেছনের দুটি স্ট্যান্ডজুড়ে ৫০ মিটার চওড়া ও ২০ মিটার উঁচু বিশাল ব্যানারটি প্রদর্শিত হয়। এতে ফিলিস্তিনি ও লেবানিজ পতাকার পাশাপাশি কেন্দ্রে পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদের ছবি রাখা হয়।
ব্যানারের নিচে লেখা ছিল, "মাঠে যুদ্ধ, কিন্তু পৃথিবীতে শান্তি।"
এতে ফিলিস্তিনের ঐতিহাসিক মানচিত্রও দেখানো হয়।
ম্যাচ চলাকালে দর্শকেরা আরও একটি বার্তা প্রদর্শন করেন, যেখানে লেখা ছিল, "গাজায় একটি শিশুর জীবন কি অন্য কারো জীবনের চেয়ে কম মূল্যবান?"
হোতাইয়ু এই বার্তার সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লেখেন, "এই ব্যানার এখানে থাকার কোনো মানে ছিল না।"
তিনি লিখেছেন, "আমি পিএসজির কাছ থেকে এর ব্যাখ্যা চাইছি এবং রাজনীতি যেন খেলার পরিবেশে ক্ষতি না আনে, তা সকল ক্লাবকে নিশ্চিত করতে বলছি।"
তিনি উল্লেখ করেন, ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন ও উয়েফা উভয়েই এমন কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করেছে।
হোতাইয়ু বলেন, "এটা যদি আবার ঘটে, তাহলে আমরা নিয়ম মানতে ব্যর্থ ক্লাবগুলোর জন্য ব্যানার প্রদর্শনে নিষেধাজ্ঞা নিয়ে ভাবতে বাধ্য হবো।"
ম্যাচের পরে এক বিবৃতিতে পিএসজি জানায়, "এই বার্তা প্রদর্শনের কোনো রকমের পরিকল্পনা সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল না। পিএসজি মনে করিয়ে দিচ্ছে, পার্ক দে প্রিন্সেস একত্রিত হওয়ার স্থান। এখানে ফুটবলের প্রতি সাধারণ আগ্রহের কারণেই সবাই একত্রিত হয়। আমরা স্টেডিয়ামে কোনো রাজনৈতিক বার্তা সমর্থন করি না।"
ফরাসি মন্ত্রীর মন্তব্যের পর আল জাজিরা পিএসজির সঙ্গে যোগাযোগ করলেও, এখনও ক্লাব থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।।
গত বছর স্কটিশ প্রিমিয়ার লিগের ক্লাব সেল্টিককে ১৯ হাজার ডলার জরিমানা করা হয়েছিল, কারণ তাদের ভক্তরা গাজা সংঘাত শুরু হওয়ার পর চ্যাম্পিয়ন্স লিগের খেলায় ফিলিস্তিনি পতাকা প্রদর্শন করেছিল। সেল্টিকের ভক্তরা ফিলিস্তিনি পতাকা প্রদর্শন সংক্রান্ত আগের নিষেধাজ্ঞা উপেক্ষা করেছিল।
আগামী বৃহস্পতিবার ৮০ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন স্টেদ দে ফ্রান্সে ইসরায়েলের বিপক্ষে খেলবে ফ্রান্স।
ফ্রান্সে ইউরোপের বৃহত্তম ইহুদি সম্প্রদায় এবং বৃহত্তম মুসলিম জনসংখ্যা রয়েছে। খেলাটির নিরাপত্তা নিয়ে ইতোমধ্যেই প্রশ্ন উঠেছে।
গত মাসে প্যারিসের পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ম্যাচটি "অবশ্যই জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।"