ওয়ানডে দলে ফিরলেন সুপ্তা-জাহানারা, নতুন মুখ তাজ নেহার-মেঘলা
ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। এই সিরিজের জন্য সোমবার ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের এই দলে ডাক পেয়েছেন দীর্ঘদিন ওয়ানডে দলের বাইরে থাকা ব্যাটার শারমিন আক্তার সুপ্তা ও অভিজ্ঞ পেসার জাহানারা আলম।
বাংলাদেশের হয়ে ৩৫টি ওয়ানডে খেলা সুপ্তা এই ফরম্যাটে সর্বশেষ ম্যাচ খেলেছেন প্রায় দেড় বছর আগে। গত বছর জুলাইয়ে মিরপুরের ভারতের বিপক্ষে নিজের সর্বশেষ ওয়ানডে খেলেন তিনি। জাহানারা সর্বশেষ ওয়ানডে খেলেছেন আরও আগে। গত বছরের মে মাসে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে এই ফরম্যাটে খেলেন তিনি।
নতুন মুখ হিসেবে দলে ডাক পেয়েছেন তাজ নেহার ও সানজিদা আক্তার মেঘলা। বাংলাদেশের হয়ে ৩টি টি-টোয়েন্টি খেলেছেন তাজ নেহার। ২০১৯ সালে জাতীয় দলে অভিষেক হওয়া মেঘলা সংক্ষিপ্ততম ফরম্যাটটিতে ম্যাচ খেলেছেন ১৮টি। সর্বশেষ ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন দিশা বিশ্বাস, সুমাইয়া আক্তার ও নিশিতা আক্তার। মূল দল থেকে বাদ পড়লেও স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে দিশাাকে।
তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগামী ২২ নভেম্বর বাংলাদেশে আসবে আয়ারল্যান্ড। শুরুতে হবে ওয়ানডে সিরিজ। ম্যাচ তিনটি ২৭ নভেম্বর, ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। তিনটি ওয়ানডেই হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। টি-টোয়েন্টি সিরিজ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ৫, ৭ ও ৯ ডিসেম্বর হবে ম্যাচগুলো।
আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দল: নিগার সুলতানা জ্যোতি (উইকেটরক্ষক ও অধিনায়ক), নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, ফারজানা হক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারী, স্বর্ণা আক্তার, রিতু মণি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, সুলতানা খাতুন, তাজ নেহার ও সানজিদা আক্তার মেঘলা।
স্ট্যান্ড বাই: দিলারা আক্তার, দিশা বিশ্বাস, জান্নাতুল ফেরদৌস সুমনা, শারমিন সুলতানা ও ফারিহা ইসলাম তৃষ্ণা।