বলে-কয়ে সিরিজ জয় নিগারদের
ঘরের মাঠে খেলা, দাপুটে জয়ে সিরিজ শুরু; প্রতিপক্ষ আয়াল্যান্ডের বিপক্ষে রেকর্ডও ঝলমলে। দ্বিতীয় ম্যাচ দিয়েই সিরিজ জয়ে দৃষ্টি ছিল বাংলাদেশের মেয়েদের। এদিন মাঠের লড়াইয়ে ব্যাটে-বলে ছন্দময় বাংলাদেশেকে পাওয়া গেল। প্রথমে বল হাতে আয়ারল্যান্ডকে নাগালে রেখে পরে দারুণ ব্যাটিংয়ে সহজ জয় তুলে নিলো নিগার সুলতানা জ্যোতির দল।
শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতলো স্বাগতিকরা। আইরিশদের বিপক্ষে এটা বাংলাদেশের সর্বোচ্চ রান তারা, সব মিলিয়ে তৃতীয় সেরা। জ্যোতি-ফারজানাদের সফল রান তাড়া ২১১/৯, পাকিস্তানের বিপক্ষে। দ্বিতীয় সেরা (২০২/২) রান তাড়াও পাকিস্তানের বিপক্ষে।
টস জিতে আগে ব্যাটিং করতে নামে আয়ারল্যান্ড। অ্যামি হান্টার, প্রেনডারগাস্ট, লরা ডেলানিদের ব্যাটে ৬ উইকেটে ১৯৩ রান তোলে সফরকারী দলটি। জবাবে শুরুটা ভালো না হলেও বেগ পেতে হয়নি বাংলাদেশকে। ফারজানা হক, শারমি আক্তার সুপ্তা, অধিনায়ক জ্যোতির ব্যাটে ৩৭ বল হাতে রেখে জেতে স্বাগতিকরা। বল হাতে রেখে জেতার দিক থেকে মিরপুরে এটাই তাদের সবচেয়ে বড় জয়। সিরিজের শেষ ওয়ানডেতে ২ ডিসেম্বর মিরপুরেই মুখোমুখি হবে দুই দল।
লক্ষ্য দাঁড়ায় দলী ১৫ রানেই মুর্শিদা খাতুনকে হারায় বাংলাদেশ। শুরুর ধাক্কা কাটিয়ে উঠতে সময় নেননি ফারজানা ও সুপ্তা, দ্বিতীয় উইকেটে ৮৫ রানের জুটি গড়েন তারা। আগেও জয়েও বড় অবদান ছিল তাদের, গড়েন ১০৪ রানের জুটি। আজও একইভাবে পথ দেখান তারা। টানা দ্বিতীয় হাফ সেঞ্চুরি তুলে নেন ফারজানা।
সাজঘরে ফেরার আগে ৮৯ বলে ৬টি চারে ৫০ রান করেন ডানহাতি এই ব্যাটার, ওয়ানডেতে এটা তার দ্বাদশ হাফ সেঞ্চুরি। এর কিছুক্ষণ পর থামেন আগের ম্যাচে দুর্বার ব্যাটিং করা সুপ্তা। তিনে নেমে ৬৩ বলে ৪টি চারে ৪৩ রান করেন তিনি। সোবাহানা মোস্তারী ভালো শুরু করলেও বেশিক্ষণ টিকতে পারেননি, ২১ বলে ২টি চারে ১৬ রান করে বিদায় নেন তিনি।
এরপরও চাপ বুঝতে হয়নি বাংলাদেশকে, পঞ্চম উইকেটে ৪০ বলে ৫৩ রানের জুটি গড়েন জ্যোতি ও স্বর্ণা আক্তার। এই জুটিতে জয়ের খুব কাছে চলে যায় ঘরের মাঠের দলটি। দলীয় ১৮২ রান আউট হন ম্যাচসেরা জ্যোতি, এর আগে ৩৯ বলে ৪টি চার ও একটি ছক্কায় ৪০ রানের দারুণ এক ইনিংস খেলেন বাংলাদেশ অধিনায়ক।
ফাহিমা খাতুনকে সঙ্গে নিয়ে জয় তুলে নেওয়ার কাজ সারেন শট খেলার দক্ষতায় বাংলাদেশ দলে সামনের কাতারে থাকা স্বর্ণা। ডানহাতি এই ব্যাটার ২৯ বলে একটি করে চার ও ছক্কায় অপরাজিত ২৯ রান করেন তিনি। ৮ বলে ৪ রান করেন ফাহিমা। আয়ারল্যান্ডের লরা ডেলানি সর্বোচ্চ ২টি উইকেট নেন। একটি করে উইকেট পান প্রেন্ডারগাস্ট, অ্যাভা ক্যানিং ও আর্লেন কেলি।
এর আগে ব্যাটিং করা আয়ারল্যান্ডের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন হান্টার। উইকেটরক্ষক এই ব্যাটার ৮৮ বলে ৮টি চারে ৬৮ রান করেন। প্রেন্ডারগাস্ট ৩৭ ও ডেলানি ৩৩ রান করেন। শেষ দিকে দ্রুত রান তোলা উনা রেমন্ডহোয়ে ১৮ বলে ২টি চারে ২১ রান করেন। বাংলাদেশের সুলতানা খাতুন ২টি উইকেট নেন। একটি করে উইকেট পান নাহিদা আক্তার ও স্বর্ণা আক্তার।