দুই পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
হতাশার বৃত্তে বন্দী হয়ে আছে বাংলাদেশ দল। চরম ব্যাটিং ব্যর্থতায় একের পর এক টেস্ট হেরে যাচ্ছে তারা। ভারত সফর থেকে টানা পাঁচ টেস্ট হারা দলটি আরেকটি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার শঙ্কায়। এই শঙ্কা নিয়েই আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে নামছে বাংলাদেশ।
ম্যাচে টস ভাগ্য বাংলাদেশের পক্ষে এসেছে। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ম্যাচটি জ্যামাইকার স্যাবাইনা পার্কে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ভেজা মাঠের কারণে সেটা সম্ভব হয়নি, ৫ ঘণ্টা পর খেলা শুরু হচ্ছে। দুই সেশন হারিয়ে ফেলা দিনের খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ২ টায়।
বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন এসেছে। বাদ পড়েছেন বাঁহাতি ওপেনার জাকির হাসান ও পেসার শরিফুল ইসলাম। তাদের জায়গায় সুযোগ দেওয়া হয়েছে সাদমান ইসলাম অনিক ও নাহিদ রানা। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ অপরিবর্তিত একাদশ নিয়ে খেলতে নামছে।
বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম অনিক, মুমিনুল হক, শাহাদাত হোসেন দিপু, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্রাথওয়েট (অধিনায়ক), অ্যালিক আথানাজে, কেসি কার্টি, জশুয়া ডি সিলভা, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আলজারি জোসেফ, শামার জোসেফ, মিকাইল লুই, কেমার রোচ ও জেডেন সিলস।