চা বাগানের সবুজ গালিচায় নিগারদের ট্রফি উন্মোচন
সাধারণত বিশ্বকাপের ট্রফি প্রদর্শনে তোরজোড় থাকে। বিশেষ স্থাপনার সামনে করা হয় ফটোসেশন। এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফটোসেশন অভিনব কায়দায় করা হয়, মেট্রো স্টেশনে দুই অধিনায়ককে দাঁড় করিয়ে সারা হয় ছবি তোলার কাজ। ট্রফি উন্মোচনে এবার আরও 'ইউনিক' ধারণা নিয়ে এলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন করা হলো সিলেটের চা বাগানে।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আয়াল্যান্ডকে হোয়াইটওয়াশ করে সিলেট গেছে বাংলাদেশ। সেখানে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন টি-টোয়েন্টি, প্রথম ম্যাচ ৫ ডিসেম্বর। আগের দিন মালনীছড়ার চা বাগানে দুই দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও গ্যাবি লুইসকে চা শ্রমিকের সাজে সাজিয়ে করা হলো ট্রফি উন্মোচন। ব্যতিক্রমী ধারণাটি মনে ধরেছে সবার, অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রফি উন্মোচনের ছবি পোস্ট করে প্রশংসা করছেন।
চা বাগানে এর আগে পুরুষ দলের একটি সিরিজের ট্রফি উন্মোচন করা হয়। তবে সেই ট্রফি উন্মোচনে দুই অধিনায়ক জার্সি পরা ছিলেন। এবারের আয়োজনটি ভিন্ন হওয়ায় এটাকে এগিয়ে রাখছেন নিগার। তার ভাষায় এটা অকল্পনীয় ব্যাপার।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেন, 'এর আগে ছেলেদের ক্রিকেটে ছিল, চা বাগানের ভেতরে একটি ফটোসেশন করা হয়েছে। কিন্তু ঐতিহ্যবাহী পোশাক পরে, ভিন্নভাবে… কিছুটা কল্পনার বাইরের মতো ব্যাপার। যখনই শুনেছি, আইডিয়াটা ভালো লেগেছে। এটা ভালো একটা উদ্যোগ। কারণ, এটা হয়তো ভিন্নভাবে নারী ক্রিকেটকে প্রমোট করবে।'
তিন ওয়ানডেতে দাপুটে জয় পাওয়া বাংলাদেশ টি-টোয়েন্টি সিরেজেও একই ধারায় থাকতে চয়। সিরিজ জেতার লক্ষ্যের কথা জানিয়ে নিগার বলেন, 'অবশ্যই সিরিজ জেতার চিন্তা-ভাবনা থাকবে। কারণ, আমার কাছে মনে হয় আমরা খুব ভালো অবস্থায় আছি। এই মোমেন্টামটা যদি আমরা ধরে রাখতে পারি, দলের জন্য বড় একটা অর্জন হবে।'
'ওয়ানডে সিরিজের পরে দল অনেক বেশি আত্মবিশ্বাসী এবং আমাদের লক্ষ্য থাকবে জিনিসটা যেন আমরা এখানেও ধরে রাকতে পারি। সিলেটের উইকেটে আমরা গতবারও যখন খেলেছি, কম-বেশি সিলেটেই বেশি খেলি। এখানকার উইকেট অনেক বেশি ভালো। ফরম্যাটটা যেহেতু ভিন্ন, কোনো কিছুই হাল্কাভাবে নেওয়ার কিছু নেই। ম্যাচ ধরে এগোনোটাই আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে।' বলেন তিনি।
ওয়ানডে সিরিজ জিতলেও টি-টোয়েন্টিতে আইরিশদের সামর্থ্যের কথা আলাদাভাবে উল্লেখ করেন নিগার। এ কারণে সতর্কই থাকছেন বাংলাদেশ অধিনায়ক, 'আমরা অনেক বেশি ইতিবাচক। আমরা আত্মবিশ্বসী আছি, কিন্তু অতি আত্মবিশ্বাসী না। কারণ আমি চিন্তা করি আমরা এমন একটা দল, যেখানে দলীয় পারফরম্যান্স হলে, সবাই মিলে যদি অবদান রাখে, সে ক্ষেত্রে ম্যাচ জেতার সম্ভাবনা বেড়ে যায়। আমি বলবো না অনেক ভালো খেলে সরাসরি ম্যাচ জিতে ফেলব।
'কিন্তু ভালো ক্রিকেট খেলতে হবে। প্রথমত তারা হয়তো ভিন্নভাবে ওয়ানডে খেলেছে, কন্ডিশন ভিন্ন ছিল। তারা দ্বিতীয় ম্যাচে ভালো ব্যাটিং করেছে, শেষ ম্যাচেও ভালো ব্যাটিং করেছে। তো টি-টোয়েন্টিতে তারা কিন্তু ভালোই খেলে। সেদিক থেকে হাল্কাভাবে নেওয়ার কোনো চিন্তা-ভাবনা নেই। পরিকল্পনা যেন বাস্তবায়ন করতে পারি এবং দলগতভাবে ভালো পারফর্ম করতে পারি, সেটাই আমাদের চিন্তাভাবনা।' যোগ করেন নিগার।