সিরিজ বাঁচানোর ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ, নেই তাসকিন
লড়াকু সংগ্রহ গড়েও প্রথম ওয়ানডেতে জেতা হয়নি বাংলাদেশের। শারফেন রাদারফোর্ডের ব্যাটিং ঝড়ে সহজ জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচ হারে সিরিজে কোণঠাসা বাংলাদেশ, তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে হয়ে উঠেছে সিরিজে টিকে থাকার লড়াই।
সিরিজ জেতার আশা বাঁচিয়ে রাখতে আজকের ম্যাচটি জিততেই হবে মেহেদী হাসান মিরাজের দলকে। ম্যাচে টস ভাগ্য বিপক্ষে গেছে বাংলাদেশের। টস হেরে ব্যাটিংয়ে নামছে তারা। ম্যাচটি সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে।
সিরিজ বাঁচানোর মিশনে একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন ডানহাতি অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ। ফেরানো হয়েছে বাঁহাতি তরুণ পেসার শরিফুল ইসলামকে। পেস আক্রমণে বৈচিত্র আনতেই হয়তো এই পরিবর্তন। কারণ একাদশের বাকি দুই পেসার ডানহাতি।
ওয়েস্ট ইন্ডিজও তাদের একাদশে একটি পরিবর্তন এনেছে। বাদ পড়েছেন ডানহাতি পেসার আলজারি জোসেফ। সুযোগ দেওয়া হয়েছে মারকুইনো মাইন্ডলেকে। এই ম্যাচ দিয়ে ওয়ানডেতে অভিষেক হচ্ছে ডানহাতি এই পেসারের। ওয়েস্ট ইন্ডিজের ২২৫তম ক্রিকেটার হিসেবে ওয়ানডে যাত্রা শুরু হচ্ছে মাইন্ডলের।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্র্যান্ডন কিং, এভিন লুইস, কেসি কার্টি, শেই হোপ (অধিনায়ক ও উইকেটরক্ষক), শারফেন রাদারফোর্ড, রস্টন চেস, রোমারিও শেফার্ড, জাস্টিন গ্রিভস, মারকুইনো মাইন্ডলে, গুডাকেশ মোটি ও জেডেন সিলস।