বিশ্বসেরা অলরাউন্ডার হওয়ার স্বপ্ন পূরণের আরও কাছে মিরাজ
বয়সভিত্তিক পর্যায় থেকে তাকে আগামী সাকিব আল হাসান ডাকা হতো। যদিও জাতীয় দলে ৮ বছর খেলার পরও সেই জায়গা নিতে পারেননি মেহেদী হাসান মিরাজ। তবে স্বপ্ন দেখা থামাননি তিনি, অগ্রজের মতো হতে চান বিশ্বসেরা অলরাউন্ডার। সেই পথে আরও এক ধাপ এগোলেন তিনি, আইসিসি টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে মিরাজ এখন দুই নম্বরে। আরেক ধাপ এগোলেই ছুঁয়ে ফেলবেন স্বপ্ন।
যদিও তা আপাতত এমন হওয়ার সম্ভাবনা ক্ষীণ। কারণ, আগামী ছয় মাসে বাংলাদেশের কোনো টেস্ট ম্যাচ নেই। আসছে বছরের জুন-জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে টেস্ট খেলবে তারা। এই সময়ের মধ্যে নিজের পারফরম্যান্সে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে উন্নতি করার সুযোগ নেই মিরাজের। র্যাঙ্কিংয়ে তার অবস্থান নির্ভর করবে অন্যদের পারফরম্যান্সের ওপর।
গত সপ্তাহের পারফরম্যান্স বিবেচনায় র্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। যা বরাবরের মতো বুধবার প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। গত সপ্তাহে বাংলাদেশের টেস্ট না থাকার পরও মিরাজের উন্নতি হয়েছে, এক ধাপ এগিয়ে দুই নম্বরে আছেন তিনি। অন্যদের পারফরম্যান্সের নড়চড়েই বাংলাদেশ অলরাউন্ডারের এই উন্নতি।
অস্ট্রেলিয়া সফরে অ্যাডিলেড টেস্টে বিবর্ণ থেকে যান ভারতের অভিজ্ঞ অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। এক ইনিংসে বোলিং করে ৫৩ রানে নেন এক উইকেট। এমন পারফরম্যান্সে অবনতি হয়েছে তার, দুই নম্বর থেকে নেমে গেছেন তিনে। তার জায়গাটিই মিলেছে দক্ষিণ আফ্রিকা সিরিজের পর প্রথমবারের অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে তিনে ওঠা মিরাজ।
মিরাজের রেটিং পয়েন্ট এখন ২৮৪, এক ধাপ নিচে নেমে যাওয়া অশ্বিনের রেটিং পয়েন্ট ২৮৩। অস্ট্রেলিয়া সফরেই মিরাজকে টপকে যাওয়ার সুযোগ আছে ভারতের এই তারকা ক্রিকেটারের। চলমান বোর্ডার-গাভাস্কার সিরিজের বাকি অংশে খেলে হারানো জায়গা ফিরে পেতে পারেন অশ্বিন। ৪১৫ রেটিং পয়েন্ট নিয়ে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ভারতের রবীন্দ্র জাদেজা। ২৬৩ রেটিং পয়েন্ট নিয়ে সাকিব আল হাসানের অবস্থান চার নম্বরে।
পাকিস্তান সফরে ব্যাটে-বলে আলো ছড়িয়ে সিরিজ সেরা হয় মিরাজ। সফর থেকে দেশে ফেরার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, বিশ্বসেরা অলরাউন্ডার হতে চান তিনি। কাজটি যে সহজ নয়, সেটাও সে সময় উল্লেখ করেন ২৭ বছর বয়সী এই ক্রিকেটার। পাকিস্তান সফরের কথা উল্লেখ করে মিরাজ জানান, এভাবে এগিয়ে যেতে পারলে সাকিবের মতো বিশ্বসেরা অলরাউন্ডার হতে পারবেন তিনি।