পাকিস্তানে গিয়ে করোনা পজিটিভ তিন ক্যারিবীয় ক্রিকেটার
পাকিস্তান সফরে গিয়ে বিপাকেই পড়তে হলো ওয়েস্ট ইন্ডিজ দলকে। করোনাভাইরাস থাবা বসিয়েছে ক্যারিবীয় দলে। করোনায় আক্রান্ত হয়ে উন্ডিজের তিনজন ক্রিকেটার সফর থেকে ছিটকে গেছেন। পাকিস্তানে পৌঁছে করানো পরীক্ষায় তারা পজিটিভ হন।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তানের করাচিতে পৌঁছে পিসিআর টেস্ট করানো হয় সবার। এতে চার জনের ফল পজিটিভ এসেছে।
করোনায় আক্রান্ত তিন ক্রিকেটার হলেন বাঁহাতি পেসার শেলডন কটরেল, স্পিনিং অলরাউন্ডার রস্টন চেইস, কাইল মেয়ার্স। এ ছাড়া টিম ম্যানেজমেন্টের এক সদস্য করোনায় আক্রান্ত। এই চার জনেরই করোনাভাইরাসের দুটি টিকা নেওয়া আছে। তাদের শরীরে বড় কোনো উপসর্গ নেই।
করোনা আক্রান্ত হওয়ায় দল থেকে আলাদা থাকতে হবে তাদের। আগামী ১০ দিন আইসোলেশনে থাকবেন তারা। পিসিআর টেস্টে নেগেটিভ হলে দলের সঙ্গে যোগ দিতে পারবেন কটরেল-মেয়ার্সরা।
একসঙ্গে তিন ক্রিকেটারকে হারিয়ে চাপেই পড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। কারণ এই সিরিজে এমনিতেই নেই নিয়মিত সদস্যদের অনেকেই। ব্যক্তিগত কারণে এই সফর থেকে সরে দাঁড়িয়েছেন আন্দ্রে রাসেল, এভিন লুইস, লেন্ডল সিমন্স ও শিমরন হেটমায়ার।
বিশ্রাম দেওয়া হয়েছে জেসন হোল্ডারকে। চোটে থাকায় নেই অধিনায়ক কাইরন পোলার্ডও। এমন সময়ে তিনজনকে হারিয়ে আরও খর্ব শক্তির দলে পরিণত হলো ক্যারিরীয়রা।
এবারের পাকিস্তান সফরে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলবে ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের প্রথম ম্যাচে সোমবার পাকিস্তানের মুখোমুখি হবে সফরকারীরা। দুটি সিরিজের সবগুলো করাচিতে অনুষ্ঠিত হবে।