সৌম্যর অপেক্ষা ফুরানো সেঞ্চুরি, জাকিরের অনবদ্য ১৫৮
জাতীয় দলের হয়ে খেলার কারণে ঘরোয়া ক্রিকেট সেভাবে মন দেওয়ার সুযোগ ছিল না। ফাঁকে ফাঁকে খেললেও প্রথম শ্রেণির ক্রিকেটে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছানো হচ্ছিল না সৌম্য সরকারের। অবশেষে অপেক্ষা ফুরালো বাঁহাতি এই ব্যাটসম্যানের। ২ বছর ১০ মাস পর প্রথম শ্রেণির ক্রিকেট সেঞ্চুরি করলেন সৌম্য।
বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) ওয়ালটন মধ্যাঞ্চলের এই ব্যাটসম্যান ১৪৮ বলে ১০টি চার ও একটি ছক্কায় ১০৪ রানের ইনিংস খেলেছেন। ২০১৯ সালে সর্বশেষ প্রথম শ্রেণিতে সেঞ্চুরি করেন সৌম্য। সেটা ছিল জাতীয় দলের হয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে।
সৌম্যর সেঞ্চুরি পাওয়ার ম্যাচে তার দল মধ্যাঞ্চলও আছে চালকের আসনে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিসিবি উত্তরাঞ্চলকে ২১৯ রানে অলআউট করে দিয়ে প্রথম ইনিংসে ৩ উইকেটে ৫৬৩ রান তুলে ইনিংস ঘোষণা করে মধ্যাঞ্চল। মোহাম্মদ মিঠুন ১৭৬ ও মিজানুর রহমান ১৬২ রান করেন। এ ছাড়া সালমান হোসেন ৫৩ ও মোসাদ্দেক হোসেন সৈকত ৫০ রান করেন।
প্রথম ইনিংসেই ৩৪৪ রানের বড় ব্যবধানে পিছিয়ে পড়া বিসিবি উত্তরাঞ্চল দ্বিতীয় ইনিংসেও সুবিধা করতে পারেনি। মধ্যাঞ্চলের পেসার হাসান মুরাদের বোলিং তোপে ১৭২ তুলতেই ৫ উইকেট হারিয়ে বসেছে তারা। ইনিংস হার এড়াতেই তাদের দরকার আরও ১৭২ রান। মার্শাল আইয়ুব ও মাহিদুল ইসলাম অপরাজিত আছেন। মুরাদের শিকার ৩ উইকেট। এ ছাড়া একটি করে উইকেট নেন রবিউল হক ও মৃত্যুঞ্জয় চৌধুরী।
আরেক ম্যাচে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ২৭৬ বলে ১৯টি চার ও ২টি ছক্কায় ১৫৮ রানের অসাধারণ ইনিংস খেলেছেন বিসিবি দক্ষিণাঞ্চলের জাকির হাসান। ৪২৯ রানে থেমেছে দক্ষিণাঞ্চলের প্রথম ইনিংস। ৫ উইকেটে ১৯৫ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে পূর্বাঞ্চল। প্রথম ইনিংসে ২৬০ রানে গুটিয়ে যাওয়া দলটি এখনও পিছিয়ে ২৬ রানে।