পাকিস্তান-উইন্ডিজ ওয়ানডে সিরিজ স্থগিত
পাকিস্তান সফরে গিয়েই বিপাকে পড়তে হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ দলকে। দলে একের পর এক ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়ে যাচ্ছিলেন। এতে ওয়ানডে সিরিজের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হয়। শেষ পর্যন্ত শঙ্কাই সত্যি হয়েছে। পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ওয়ানডে সিরিজ স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) যৌথ বিবৃতি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। স্থগিত হয়ে গেলেও তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি খেলবে দুই দল। নতুন সূচি অনুযায়ী আগামী বছরের জুনে সিরিজটি অনুষ্ঠিত হবে।
গত ১২ ডিসেম্বর পাকিস্তানের করাচিতে পৌঁছে ক্যারিবীয় দলের সবার পিসিআর টেস্ট করানো হয়। তাতে চার জনের ফল পজিটিভ আসে। করোনায় আক্রান্ত হন বাঁহাতি পেসার শেলডন কটরেল, স্পিনিং অলরাউন্ডার রস্টন চেইস, কাইল মেয়ার্স। এ ছাড়া টিম ম্যানেজমেন্টের এক সদস্য করোনায় আক্রান্ত হন সে সময়।
বৃহস্পতিবার তৃতীয় টি-টোয়েন্টির দিনে আরও পাঁচ জনের শরীরে করোনা সনাক্ত হয়েছে। এর মধ্যে তিনজন ক্রিকেটার। তারা হলেন শেই হোপ, আকিল হোসেন ও জাস্টিন গ্রিভস। কোচ রডি ইস্টউইক ও দলীয় ফিজিও আকশাই মানসিংও করোনায় আক্রান্ত হয়েছেন। ১০ দিনের আইসোলেশনে থাকতে হবে আক্রান্ত সবাইকে।
সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের ছয় জন ক্রিকেটার করোনায় আক্রান্ত। এই অবস্থায় একাদশ তৈরি করাই কঠিন হয়ে পড়েছে সফরকারীদের জন্য। তাই তৃতীয় টি-টোয়েন্টি খেললেও পিসিবির সঙ্গে আলাপ করে ওয়ানডে সিরিজ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।