মাঠে ফেরার মিশন শুরু মুস্তাফিজের
টি-টোয়েন্টি বিশ্বকাপে সময়টা ভালো যায়নি। পারফরম্যান্সের কারণে বাদও পড়তে হয় বাংলাদেশের পেস আক্রমণের সেরা অস্ত্র মুস্তাফিজুর রহমানকে। এরপর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সাইড স্ট্রেইনের চোটে ছিটকে যান তিনি। চোটের কারণে বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) খেলা হচ্ছে না। তবে বসে নেই বাঁহাতি পেসার, মাঠে ফিরতে অনুশীলন শুরু করেছেন তিনি।
১৯ ডিসেম্বর মাঠে গড়িয়েছে বিসিএলের দ্বিতীয় রাউন্ড। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ওয়ালটন মধ্যাঞ্চল ও ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। এদিন মাঠে দেখা মিললো মুস্তাফিজের। মাঠে ফেরার লড়াইয়ে আজ থেকে অনুশীলন শুরু করলেন তিনি।
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাওয়া সাইড স্ট্রেইনের চোটের পর আজ প্রথম মাঠে আসেন মুস্তাফিজ। অনুশীলন শুরু করলেও বেশ সতর্ক বাংলাদেশের এই পেসার। বোলিং শুরু করলেও পুরো জোর দিচ্ছেন না, ধীরে ধীরে জোর বাড়াবেন। রোববার মিরপুর স্টেডিয়ামের ইনডোরের মাঠে প্রায় ৪৫ মিনিট অনুশীলন করেন মুস্তাফিজ। শর্ট রান আপে টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে আলগা বোলিং করেন তিনি।
মুস্তাফিজের পুরো ফিট হয়ে উঠতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী। বিপিএলকে লক্ষ্য করে এগোবেন মুস্তাফিজ। দেবাশিষ চৌধুরী বলেন, 'সে আজ ৫০ শতাংশ সক্ষমতা দিয়ে বোলিং করেছে। ছোট রানআপ, গতি কম দিয়ে বোলিং করেছে। কাল জিম সেশন করবে, পরদিন ইনটেনসিটি আরও বাড়িয়ে দেবে। আপাতত বোলিংয়ের সময় কোনও ব্যথা পাচ্ছে না।'
বিসিবি দক্ষিণাঞ্চলের হয়ে বিসিএল খেলার কথা ছিল মুস্তাফিজের। তার বিসিএল খেলার ব্যাপারে বিসিবির চিকিৎসক বলেন, 'এখনও সে পুরোদমে বোলিং করতে পারছে না। ধাপে ধাপে সে ইনটেনসিটি বাড়িয়ে দেবে। তখন যদি কোনও প্রকার ব্যথা অনুভব না করে তাহলে বলা যাবে কবে থেকে ম্যাচে ফিরতে পারবে। আমরা তাকে পর্যবেক্ষণে রাখব, আর যে নিজেও বিষয়টা বুঝতে পারবে। আরও কয়েকদিন দেখার পর বিষয়টি পরিষ্কার হবে।'
তৃতীয় রাউন্ডের খেলা শেষে আগামী ২ জানুয়ারি থেকে শুরু হবে বিসিএলের ফাইনাল ম্যাচ। চারদিনের ম্যাচের ফাইনাল শেষে ওয়ানডে লিগ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর ২০ জানুয়ারি থেকে বিপিএল শুরুর করার পরিকল্পনা বিসিবির। বিসিএল চলাকালীন ফিট না হলে বিপিএল দিয়ে মাঠে ফিরবেন মুস্তাফিজ।