বিজয়-পিনাকের দারুণ শুরুর পর মুরাদের স্পিন ঘূর্ণি
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার মাঠে গড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনাল। পাঁচ দিনের ফাইনালে ওয়ালটন মধ্যাঞ্চলের বিপক্ষে প্রথম দিনশেষে ৫ উইকেটে ২৬১ রান তুলেছে বিসিবি দক্ষিণাঞ্চল। দুই ওপেনার এনামুল হক বিজয় ও পিনাক ঘোষের দারুণ সূচনায় দিনটা ভালোই গেছে তাদের।
যদিও মধ্যাঞ্চলের স্পিনার হাসান মুরাদ ভালোই ভুগিয়েছে দক্ষিণাঞ্চলকে। বাঁহাতি এই স্পিনারের শিকার ৪ উইকেট। মুরাদের স্পিন ছোবল সামলে আবার ইনিংস গুছিয়ে নিয়েছেন জাকির হাসান ও অধিনায়ক ফরহাদ রেজা। জাকির ৪৪ ও ফরহাদ ৪৬ রানে অপরাজিত আছেন।
মধ্যাঞ্চলের এই স্পিনারের পাশাপাশি বৈরী আবহাওয়াও কিছুটা ভুগিয়েছে দক্ষিণাঞ্চলকে। আলোক স্বল্পতার কারণে প্রথম দিনের খেলা নষ্ট হয়েছে ১০ ওভার। সকালে সূর্যে্যর দেখা ছিল না মিরপুরে। ৫৭ মিনিট দেরি করে ফ্লাডলাইট জ্বালিয়ে খেলা মাঠে গড়ানো হয়।
টস জিতে দক্ষিণাঞ্চলকে ব্যাটিংয়ে পাঠায় মধ্যাঞ্চল। বিজয় ও পিনাক দলকে দারুণ সূচনা এনে দেন। উদ্বোধনী জুটিতে ১৩৭ রান যোগ করেন তারা। ১৬১ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৬৫ রান করে থামেন পিনাক।
বিজয়ও হাফ সেঞ্চুরি তুলে নেন। ১৭১ বলে ৬টি চার ও একটি ছক্কায় ৭৬ রান করে আউট হন তিনি। পিনাক, বিজয়, জাকির, ফরহাদরা রান পেলেও দক্ষিণাঞ্চলের দুজন ব্যাটসম্যান দলের হয়ে ব্যাট চালাতে পারেননি। তৌহিদ হৃদয় শূন্য ও শেখ মেহেদি হাসান ৯ রান করেন।
দিনের শেষ দিকে আলোক স্বল্পতায় আগেভাগেই খেলা শেষ করতে হয়। হাসান মুরাদ ৪ উইকেট নিতে খরচা করেন ৭০ রান। একটি উইকেট পান আবু হায়দার রনি।