বিপিএলের জন্য প্রস্তুতি শুরু মাশরাফির
শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০২০ সালের মার্চে। যেকোনো ধরনের ক্রিকেটেও সর্বশেষ ম্যাচ খেলার সময় বছর ছাড়িয়ে গেছে। ২০২০ সালের ডিসেম্বরে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি খেলার পর মাঠের কোথাও ছিলেন না মাশরাফি বিন মুর্তজা। ক্রিকেটের কোনো কার্যক্রমেই জাতীয় দলের সফলতম ওয়ানডে অধিনায়ককে দেখা যায়নি।
নড়াইল-২ আসনের সংসদ সদস্য হিসেবে নিজ এলাকার বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত সময় কাটিয়েছেন। নজর দিতে পারেননি ফিটনেসেও। মাঝে তার ওজন বেড়ে গিয়েছিল ১০-১২ কেজি। যদিও কমিয়ে ফেলতে সময় লাগেনি মাশরাফির। বর্তমানে দারুণ ফিট অবস্থায় আছেন অভিজ্ঞ এই পেসার। বাংলাদেশ প্রিমিয়ার লিগও (বিপিএল) ঘনিয়ে এসেছে। এই আসরটিকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছেন মাশরাফি।
আসন্ন বিপিএলে বিসিবির তত্ত্বাবধানে থাকা ঢাকা দলের হয়ে খেলবেন তিনি। জানুয়ারির শেষ দিকে শুরু হতে যাওয়া আসরটির জন্য নিজেকে প্রস্তুত করতে মাশরাফির অনুশীলন শুরু করা। এক বছর পর অনুশীলন করতে বৃহস্পতিবার মাঠে আসেন তিনি।
মূলত বোলিং অনুশীলন করতে এসেছিলেন মাশরাফি। ভিন্নভাবে বললে, বোলিংয়ের কী অবস্থা; সেটা বুঝতেই এদিন তার মাঠে আসা। অনুশীলনের প্রথম দিনে ঘাম ঝরানো হয়নি, ব্যাকপেইন থাকায় এদিন সেভাবে বোলিং করতে পারেননি তিনি। মূলত হাত ঘুরিয়েছেন অবস্থা বুঝতে। পুরো ছন্দে বোলিং শুরু করতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন মাশরাফি।
সাবেক অধিনায়ক বলেন, 'বোলিং সে রকমভাবে করিনি। ব্যাক পেইন আছে। শর্ট রান আপে দেখছিলাম যে কী অবস্থা। এখনও ফুল রান আপে করিনি, মন্তব্য করা ঠিক হবে না। এখন যেটা হচ্ছে, একটা পুনর্বাসন প্রক্রিয়ায় আছি। ব্যথা কিছুটা কমেছে।'
'পরের সপ্তাহে গিয়ে ফুল রান আপে করতে পারলে হয়তো বুঝতে পারব। তবে খুব বেশি কিছু পরিবর্তন অনুভব করিনি। পেইনের দিক থেকে নয়। যেহেতু রিদম ঠিক আছে, আমার কাছে মনে হয় না ক্যাচ করতে বেশি সময় লাগবে। যত তাড়াতাড়ি ফুল রান আপে করতে পারব, ততো ভালো।' যোগ করেন মাশরাফি।
বিপিএলের অষ্টম আসর আগামী ২১ জানুয়ারি মাঠে গড়াবে। এবারের আসরে মাহমুদউল্লাহ রিয়াদ ও তামিম ইকবালের সঙ্গে একই দলে খেলবেন মাশরাফি। এবারই প্রথম অন্য কারও নেতৃত্বে খেলবেন অধিনায়ক হিসেবে বিপিএলের চারটি শিরোপা জেতা অভিজ্ঞ এই ক্রিকেটার। বিসিবি সূত্রে জানা গেছে, ঢাকার নেতৃত্বে মাহমুদউল্লাহ থাকবেন।