‘টি-টোয়েন্টি ক্রিকেট এমন নয় যে প্রতি বলেই মারতে হবে’
'টি-টোয়েন্টি ক্রিকেট এমন নয় যে, প্রতি বলেই মারার চেষ্টা করতে হবে'- তামিম ইকবালের বলা এই কথাটা শুনতে অদ্ভুত লাগতে পারে। ৬৪ বলে ১১১ রানের বিধ্বংসী ইনিংস খেলা ব্যাটসম্যানের মুখেই কিনা এমন কথা! তবে তামিমের ইনিংসটিতে চোখ রাখলেই তার কথার সারমর্ম বুঝে ফেলা সম্ভব।
বিপিএলের চট্টগ্রাম পর্বে সিলেট সানরাইজার্সের বিপক্ষে তামিমের ৬৪ বলের ইনিংসে ছিল ১৭টি চার ও ৪টি ছক্কা। ২১ বলে ৯২ রান তুলেছেন তিনি। বাকি ৪৩ বলে অভিজ্ঞ এই ওপেনার রান করেছেন ১৯। অর্থাৎ, প্রতিটা বলই তিনি মেরে খেলার চেষ্টা করেননি। নিজের সামর্থ্য ও বল বুঝে সুযোগ কাজে লাগিয়ে দারুণ ইনিংসটি সাজান তামিম।
ম্যাচের পর সেটাই বোঝাতে চাইলেন মিনিস্টার ঢাকার ওপেনার। তামিম বলেন, 'নিজের দক্ষতা নিয়ে কঠোর পরিশ্রম করে যাওয়া উচিত। যদি কোনো দুর্বলতা থাকে, সেটা নিয়ে কঠোর পরিশ্রম করা উচিত। ক্রিকেটিং শটই খেলা। টি-টোয়েন্টি ক্রিকেট এমন নয় যে, প্রতি বলেই মারার চেষ্টা করতে হবে। নিজেকে শেপে রেখে ক্রিকেটিং শট খেলা উচিত। তাহলে এই সংস্করণেও সফল হওয়া যাবে।'
তামিমের বিশ্বাস ১৭৬ না হয়ে লক্ষ্য যদি ২০০ ছাড়ানো হতো, তাহলেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারতেন তারা। তার ভাষায়, 'লক্ষ্য ২২০ রান হলেও হয়তো আমরা জিততে পারতাম। আমি জানতাম, যদি আমরা ভালো শুরু করি, আমাদের খুব ভালো সুযোগ আছে। সৌভাগ্যবশত আমি ও শাহজাদ অসাধারণ একটি শুরু পাই। আর এরপর পেছনে ফিরে তাকাতে হয়নি।'
কোন লক্ষ্যে কেমন ব্যাটিং করতে হবে, সেটার ব্যাখ্যায় তামিম বলেন, '১৭০ রান দুই কিংবা নয় ওভারে তাড়া করে জেতা সম্ভব নয়। নিজেকে সময় দিতে হবে এবং বল অনুযায়ী খেলতে হবে। আমরা ঠিক তাই করেছি। আর এভাবেই ম্যাচ জিতেছি।'
১৭৬ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে উদ্বোধনী জুটিতেই ১৭৩ রান যোগ করেন তামিম-শাহজাদ। যা রান তাড়া করতে নেমে সর্বোচ্চ রানের জুটি। বিপিএলের ইতিহাসেই এটা দ্বিতীয় সেরা উদ্বোধনী জুটি।