মিরপুরে হঠাৎ বৃষ্টি
শীতকাল এখনও চলছে, সকাল-রাতে কুয়াশার চাদরে ঢেকে থাকে চারপাশ। কিন্তু মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হঠাৎ-ই শীতের আবহ উধাও। ঝুপ করে নেমে পড়লো বৃষ্টি। তাতে থেমে গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৫তম ম্যাচটি।
সন্ধ্যার ম্যাচে মুখোমুখি হয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টস হেরে আগে ব্যাটিং করতে নামে চট্টগ্রাম। ১২.৫ ওভারে ২ উইকেট হারিয়ে ১০২ রান তুলে ফেলে চট্টগ্রাম।
উইকেটে তখন উইল জ্যাকসের ঝড় চলে। কিন্তু তার রাজত্ব থেমে গেল বৃষ্টির হানায়। ঝুম বৃষ্টিতে ক্রিকেটাররা মাঠ ছাড়ারও সময় পাননি। কভার দিয়ে উইকেট ঢেকে দেওয়া হয়।
বৃষ্টি শুরুর আগে চট্টগ্রাম দারুণ ব্যাটিং করে। যদিও তাদের শুরুটা ভালো ছিল না। স্কোরকার্ডে কোনো রান যোগ হওয়ার আগেই বিদায় নেন চ্যাডউইক ওয়ালটন। এরপর দ্বিতীয় উইকেটে ৬২ রান যোগ করেন উইল জ্যাকস ও আফিফ হোসের ধ্রুব।
আফিফ ২৭ রান করে ফেরার পর শামীম হোসেন পাটোয়ারীর সঙ্গে জুটি বেধেছেন জ্যাকস। ইংল্যান্ডের এই ব্যাটসম্যান ৩৩ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৫১ রানে অপরাজিত আছেন। শামীম ২০ বলে ৪টি চারে ২৬ রানে অপরাজিত আছেন।