উইকেট নয়, রান করতে না পারার দায় ব্যাটসম্যানদেরই!
বাংলাদেশের উইকেট মানেই ব্যাটসম্যানদের জন্য পরীক্ষা। স্পিনারদের রাজত্বে মুস্তাফিজুর রহমানদের মতো পেসাররাও সুবিধা পান। তবে বাংলাদেশে ব্যাটসম্যানদের সব সময়ই কঠিন সময় যায়। এর মধ্যে অবশ্য রকম ফেরও আছে। মিরপুর স্টেডিয়ামের মতো চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে কঠিন পরীক্ষা দিতে হয় না ব্যাটসম্যানদের।
এই ভেন্যুতে সব সময়ই রান হয়, এখানে অনুষ্ঠিত বড় রানের ম্যাচই তার প্রমাণ। এরপরও সব মিলিয়ে বলা হয়, বাংলাদেশে রান কম হয়। এমন আলোচনায় উইকেটের কোনো দোষ খুঁজে পান না বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম। তার মতে, রান করতে না পারার দায় ব্যাটসম্যানদেরই। মানসম্মত ব্যাটসম্যানরা সবখানেই রান করতে পারেন বলে বিশ্বাস তার। যদিও উইকেট দেখে বোঝার যোগ্যতা নেই বলে জানান তিনি।
বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, ২৩ ফেব্রুয়ারি প্রথম ওয়ানডে। এর আগে এখানকার উইকেট ঘুরে দেখেছেন মাহবুব আনাম। এ সময় উইকেট নিয়ে জানতে চাইলে তিনি বলেন, 'আসলে উইকেট দেখে কিছু বুঝিনি, কারণ আমার ওই যোগ্যতা নেই।'
কিন্তু এর পরই ব্যাটসম্যানদের রান করতে না পারার ব্যাখ্যা দেন বিসিবির এই পরিচালক। অন্যান্য ভেন্যুর সঙ্গে চট্টগ্রামের পার্থক্য এবং রান কম হওয়ার প্রসঙ্গ তুলতেই তিনি বলেন, 'রান হচ্ছে না, এই সমস্যাটা ক্রিকেটাদেরই। যারা ভালো খেলে, তারা সব উইকেটেই ভালো খেলতে পারে। এটাকে অন্যভাবে দেখার কোনো সুযোগই নেই। ক্রিকেটের অনিশ্চয়তাই সবচেয়ে মজার এবং সেই অনিশ্চয়তা ক্রিকেটের উইকেট থেকেই আসে।'
'এটা না থাকলে হয়তো ক্রিকেটের এই আনন্দটাই থাকতো না। তাহলে স্পিনারও তৈরি হতো না, ফাস্ট বোলারও তৈরি হতো না। প্রত্যেকের যে দক্ষতা আছে, যেখানে খেলা হচ্ছে, সেই অনুযায়ী দক্ষতার উন্নতি করতে হবে, তাদেরকে প্রয়োগ করতে হবে। সেই প্রয়োগের মাধ্যমে ক্রিকেটাররা তাদের কৃতিত্ব বজায় রাখতে পারবে।' যোগ করেন মাহবুব আনাম।
আবহাওয়া অনুযায়ী বিভিন্ন সময়ে উইকেটের চরিত্র বিভিন্ন রকম হয় জানিয়ে তিনি আরও বলেন, 'শীত, গ্রীষ্মে আমাদের উইকেটের ব্যবহার বিভিন্ন রকমের থাকবেই, কারণ সেটা আবহাওয়ার সাথে সম্পৃক্ত থাকে। সেই আবহাওয়ার ওপর নির্ভর করে উইকেটের আচরণ। চট্টগ্রাম সব সময়ই আমাদের জন্য ভালো ভেন্যু। এখানে ফলও ভালো, কিন্তু আমরা জয় পেয়েছি, হেরেছিও। তবে এটা নির্ভর করবে এই ২২ গজের মধ্যে যারা ভালো খেলবে, তারাই জয় পাবে।'
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজে জহুর আহমেদের উইকেট সব সময়ের মতো স্পোর্টিং হবে বলে বিশ্বাস মাহবুব আনামের। তিনি বলেন, 'যেটা বললাম, ক্রিকেট অনিশ্চয়তার খেলা। সূর্য ভালো থাকলে উইকেট ভালো থাকবে, সূর্য ভালো না থাকলে উইকেটও ভালো থাকে না। সেটা বলা কঠিন, তবে এটা ফেয়ার উইকেট। বল আর ব্যাটের লড়াইটা ভালো হবে, এটাই আমরা আশা করব। উইকেট কিউরেটররা বানাচ্ছেন এবং তারা খুব অভিজ্ঞ। এটা সব সময়ই স্পোর্টিং উইকেট এবং রেকর্ড বাংলাদেশেরও ভালো। আমরা ভালো ক্রিকেট আশা করব।'