মুমিনুল-এবাদতদের অভিজ্ঞতা বিশ্বকাপে কাজে লাগাতে চান মেয়েরা
নিউজিল্যান্ডে গিয়ে সব দলকেই কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারতের মতো দলগুলোও কিউই কন্ডিশনে দিশা হারিয়ে ফেলে। সেই কন্ডিশনেই গত জানুয়ারিতে ইতিহাস গড়ে বাংলাদেশ। মুমিনুল হক, লিটন দাস, এবাদত হোসেনদের দারুণ পারফরস্যান্সে ১১ বছর পর এশিয়ার কোনো দল হিসেবে নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জয়ের কীর্তি গড়ে বাংলাদেশ। মুমিনুল-এবাদতদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় নারীদের ওয়ানডে বিশ্বকাপে ভালো করতে চায় বাংলাদেশ।
প্রথমবারের মতো নারীদের ওয়ানডে বিশ্বকাপে সুযোগ পেয়েছে বাংলাদেশ। এই বিশ্বকাপের অংশ নিতে জিম্বাবুয়েতে গিয়েও বাছাইপর্ব শেষ করতে পারেনি বাংলাদেশ। সে সময় করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রকোপে বাছাই পর্বই বাতিল করা হয়। র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সুযোগ পায় বাংলাদেশ। দল এবং দলের সবার অভিষেক হতে যাচ্ছে ৫০ ওভারের ফরম্যাটের বিশ্বকাপে।
এ নিয়ে উচ্ছ্বাসের শেষ নেই বাংলাদেশের ক্রিকেটারদের। আসর শুরুর আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সেই উচ্ছ্বাসের কথা জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। শনিবার তিনি বলেছেন, 'আমার মনে হয় আমাদের সবার জন্য এটা বড় সুযোগ। এটার জন্য আমরা কঠোর পরিশ্রম করে আসছি এবং এটা আমাদের প্রথম বিশ্বকাপ। আমরা যদি এখানে ভালো করতে পারি, বাংলাদেশের ক্রিকেটের সেটা দারুণ মুহূর্ত হবে।'
নিউজিল্যান্ডের কন্ডিশনে মানিয়ে নেওয়া এবং সেখানকার উইকেট সম্পর্কে ধারণা বেশ আগেই বিশ্বকাপ মিশনে যায় বাংলাদেশ নারী দল। কিউইদের মাটিতে অনুশীলন ক্যাম্প করতে গত ২ ফেব্রুয়ারি দেশ ছাড়ে বাংলাদেশ। লম্বা সময়ে নেওয়া প্রস্তুতি ভালো হয়েছে বলে জানালেন বাংলাদেশ অধিনায়ক।
নিগার সুলতানা বলেছেন, 'উইকেট ও কন্ডিশনের সম্পর্কে ধারণা নিতে আমরা এখানে একটু আগে এসেছি। কারণ নিউজিল্যান্ডের কন্ডিশনে আমরা কখনও খেলিনি। এখানে আমরা অনেক মানসম্পন্ন অনুশীলন করেছি। আমরা উইকেট ও এখানকার কন্ডিশন সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করছি। আমার মনে হয় আমাদের মেয়েরা খুবই ভালো করেছে।'
নিউজিল্যান্ডে মুমিনুল হক, লিটন কুমার দাস, এবাদত হোসেনদের খেলার অভিজ্ঞতা সম্পর্কে জেনেছেন নারী ক্রিকেটাররা। সেটা কাজে আসবে জানিয়ে নিগার বলেন, 'পুরুষ দলের বেশ কয়েক জনের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক আছে, এখানকার কন্ডিশনে খেলার অনেক অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগাভাগি করেছেন তারা এবং জানিয়েছেন এখানে কীভাবে খেলতে হবে। আমার মনে হয় অনুশীলন ম্যাচ ও বিশ্বকাপের ম্যাচে এসব আমাদের সাহায্য করবে।'
বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এ ছাড়া বিসিবির নিজস্ব ব্যবস্থাপনায় আয়োজিত হবে দুটি প্রস্তুতি ম্যাচ। আগামী ৪ মার্চ শুরু হবে নারীদের ওয়ানডে বিশ্বকাপ। বাংলাদেশের প্রথম ম্যাচ ৫ মার্চ, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। পরের ম্যাচ ৭ মার্চ, নিউজিল্যান্ডের বিপক্ষে।
বিশ্বকাপে বাংলাদেশ নারী দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সালমা খাতুন, রুমানা আহমেদ, ফারজানা হক পিংকি, জাহানারা আলম, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, রিতু মনি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, লতা মণ্ডল, শোভনা মোস্তারি, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুরাইয়া আজমীম ও নুজহাত তাসনিয়া।
বিশ্বকাপে বাংলাদেশ দল সূচি
তারিখ প্রতিপক্ষ
৫ মার্চ দক্ষিণ আফ্রিকা
৭ মার্চ নিউজিল্যান্ড
১৪ মার্চ ওয়েস্ট ইন্ডিজ
২২ মার্চ ভারত
২৫ মার্চ অস্ট্রেলিয়া
২৭ মার্চ ইংল্যান্ড