ইংল্যান্ডে নিষিদ্ধ হওয়ার পর ইসরায়েলি বিমানবন্দরে দেখা গেল রোমান আব্রামোভিচকে
রাশিয়ান আগ্রাসনকে কেন্দ্র করে গত সপ্তাহে চেলসির মালিক রোমান আব্রামোভিচের উপর একাধিক নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাজ্য সরকার। ইংল্যান্ডে নিষিদ্ধ হওয়ার পর এই রাশিয়ান ধনকুবেরকে গতকাল ইসরায়েলের একটি বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে দেখা গেছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্পৃক্ততার দায়ে যুক্তরাজ্য সরকারের নিষেধাজ্ঞার শিকার হওয়া সাত প্রভাবশালী রাশিয়ানের একজন আব্রামোভিচ।
সোমবার তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে দেখা যায় আব্রামোভিচকে। এর কিছুক্ষণের মধ্যেই একটি জেটে করে ইস্তাম্বুলের উদ্দেশ্যে যাত্রা করেন এই ধনকুবের।
বার্তা সংস্থা রয়টার্স কর্তৃক প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, আব্রামোভিচ বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে মাস্ক নামিয়ে বসে আছেন। এই রাশিয়ান ঠিক তুরস্কের ফ্লাইটেই উঠেছিলেন কি না তা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।
পুতিনের সাথে সম্পৃক্ততার জন্য গত কয়েক বছর ধরেই তার উপর নিষেধাজ্ঞা জারির দাবি শুনে আসছে যুক্তরাজ্য সরকার। সীমিত পরিসরে এই ধনকুবেরের উপর কিছু নিষেধাজ্ঞা জারিও করা হয়েছিল।
কিন্তু গত মাসে রাশিয়া ইউক্রেনের উপর আক্রমণ শুরু করলে পুতিনের সাথে সম্পর্কিত সকল রাশিয়ান ব্যবসায়ীর উপরই নিষেধাজ্ঞা আরোপ করা শুরু করে পশ্চিমা দেশগুলো। তারই ধারাবাহিকতায় আব্রামোভিচের উপর কড়া নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাজ্য সরকার, বাজেয়াপ্ত করা হয় চেলসিসহ যুক্তরাজ্যে থাকা তার সকল সম্পত্তি।
তবে চেলসির ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করা সকল অর্থনৈতিক কর্মকাণ্ড বাজেয়াপ্ত করা হলেও বিশেষ লাইসেন্সের মাধ্যমে এখনও ম্যাচ খেলে যাচ্ছে লন্ডনের দলটি। আব্রামোভিচের ওপর নিষেধাজ্ঞার ফলে এ মৌসুমে একমাত্র ক্লাবের সিজন টিকিট মালিকরা ছাড়া অন্য কেউ স্ট্যামফোর্ড ব্রিজে এসে চেলসির খেলা দেখতে পারবেন না। চেলসি কোনোরকম টিকিট বিক্রি করতে পারবে না, পারবে কোনো ফুটবলার কেনাবেচা করতে।
তবে কয়েক সপ্তাহের মধ্যেই চেলসির এই মালিকানা সমস্যা সুরাহা করতে প্রস্তুত যুক্তরাজ্য সরকার। ইতোমধ্যে চেলসির মালিকানা গ্রহণের জন্য শতাধিক ব্যবসায়ী গোষ্ঠী আগ্রহ প্রকাশ করেছে।
সূত্র: দ্য গার্ডিয়ান।