কিংসমিডে গিয়ে স্মৃতি কাতর শান্ত
সাত বছর আগের কথা, কিন্তু ডারবানের কিংসমিড স্টেডিয়ামে যেতেই স্মৃতি কাতর হয়ে পড়লেন নাজমুল হোসেন শান্ত। সুখস্মৃতি বলেই কিনা বাংলাদেশের বাঁহাতি এই ব্যাটসম্যান সেসব কথা মনে করতে চাইলেন। এই মাঠেই ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ছড়ি ঘুরিয়েছিলেন শান্তরা, জিতেছিলেন টানা দুটি ম্যাচ।
কয়েকদিন ধরে কিংসমিডে অনুশীলন করছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ৩১ মার্চ এই মাঠেই শুরু হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। অনেক আগে খেলার অভিজ্ঞতা থাকলেও এই মাঠ চেনা শান্তর। সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চান বাংলাদেশের এই ব্যাটসম্যান।
অনুশীলন শেষে কিংসমিড নিয়ে শান্ত বলেন, 'খুব ভালো লাগছে। প্রায় ৭ বছর আগে এসেছিলাম। তখনকার খুব ভালো স্মৃতি ছিল। কারণ এখানে যে কয়টা ম্যাচ খেলেছি অনূর্ধ্ব ১৯ দলের হয়ে, সবগুলো জিতেছি।'
২০১৫ সালের সেই সিরিজে দক্ষিণ আফ্রিকা যুব দলের হয়ে খেলা কয়েকজন এখন জাতীয় দলের অংশ। বাংলাদেশের বিপক্ষে প্রোটিয়াদের টেস্ট দলে জায়গা আছেন কাইল ভেরেইনা, লুথো সিপামলা ও ভিয়ান মুল্ডার। আবারও তাদের বিপক্ষে ম্যাচ খেলার সুযোগ পেয়ে রোমাঞ্চিত শান্ত, 'ওই দলে যারা ছিল- মুল্ডার, সিপামলা; ওদের সঙ্গে ম্যাচ খেলার আবার একটা সুযোগ। ওদের সঙ্গে খেলার জন্য মুখিয়ে আছি, অনেক দিন পর দেখা হবে। আশা করছি, এই ম্যাচগুলো ভালো যাবে এবং ভালো সময় কাটবে।'
৭ বছর আগে খেলা ৭ ম্যাচের সেই সিরিজে বাংলাদেশের যুবারা ৫-২ ব্যবধানে জেতে। ৭ ম্যাচে ৩৫.২৫ গড়ে ১৪১ রান করেন শান্ত। তিনি এখন জাতীয় দলের সঙ্গী, অনেক পরিণত। কিংসমিডে খেলার সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চান শান্ত, এ পথে অবদান রাখতে চান বল হাতেও।
বাঁহাতি এই ব্যাটসম্যানের ভাষায়, 'সবার যেটা চাওয়া যে, আমরা যদি টেস্ট ম্যাচে ৫ ওভার ১০ ওভার করে অবদান রাখতে পারি, তাহলে আমাদের দলের জন্য ভালো। এই চিন্তা ভাবনা নিয়ে এগুচ্ছি। এ জন্য প্রতিদিন অনুশীলনে বোলিংটা করছি। এটা গুরুত্ব সহকারে করার চেষ্টা করছি, যদি এখান থেকে দলের জন্য কিছু অবদান রাখতে পারি, তাহলে দল লাভবান হবে।'
টেস্ট সিরিজের প্রস্তুতি ভালো হয়েছে জানিয়ে নিজেদের প্রস্তুতি নিয়ে শান্তর কথা, 'প্রস্তুতি আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে। ওয়ানডে খেলতে পারিনি, কিন্তু ওখানে (কেপটাউনে টেস্ট দলের সঙ্গে) ব্যাটিং নিয়ে কাজ করেছি। টেস্ট ম্যাচের আগে অলমোস্ট ৬-৭ দিন সময় পেয়েছি। এখনও আমাদের হাতে দুই দিন সময় আছে। আশা করছি, এই দুই দিনে অনেকটা ভালোমতে প্রস্তুত হতে পারব।'