প্রথম সেশন প্রোটিয়াদের, শেষ মুহূর্তে ক্যাচ ফেলার আক্ষেপ
ডারবান টেস্টের প্রথম ইনিংস শেষে বাংলাদেশের ঝুলিতে একটি উইকেট থাকতে পারতো। দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী জুটি ভাঙার স্বস্তি নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার সুযোগ তৈরি করেছিলেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু তার বলে পেছনে ক্যাচ দেওয়া প্রোটিয়া ওপেনার সারেল আরভিয়ার ক্যাচ নিতে পারেননি লিটন কুমার দাস। দারুণ শুরুর ভালো লাগা নিয়ে বিরতিতে গেছে স্বাগতিকরা।
ডারবানের কিংসমিড স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করতে নামা দক্ষিণ আফ্রিকা দুই ওপেনার ডিন এলগার ও সারেল আরভিয়ার ব্যাটে প্রথম সেশন নিজেদের করে নিয়েছে। ২৫ ওভারে তাদের স্কোরকার্ডে যোগ হয়েছে ৯৫ রান।
অধিনায়ক এলগার ৭৬ বলে ৬০ ও আরভিয়া ৭৬ বলে ৩২ রানে অপরাজিত আছেন। প্রথম সেশনে বোলিং করা তাসকিন আহমেদ, এবাদত হোসেন, খালেদ আহমেদ, মেহেদী হাসান মিরাজদের বিপক্ষে অনেকটা ওয়ানডের গতিতে রান তুলেছেন তারা।
এর আগে অদ্ভুত কারণে খেলা শুরু হতে বেশ দেরি হয়। টসের পর দুই দল মাঠে নেমেও ঠিক সময়ে খেলা শুরু করতে পারেনি। সাইডস্ক্রিনের সমস্যার কারণে দুই দলই মাঠ ছাড়ে। বেলা ২টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও ২টা ৩৩ মিনিটে খেলা শুরু হয়।
শুরুতে বাগড়া পড়লেও সেটার প্রভাব নিজেদের ইনিংসে পড়তে দেননি এলগার-আরভিয়া। তাসকিনের করা ইনিংসের প্রথম ওভারের প্রথম বলেই চার মেনে রানের খাতা খোলেন এলগার। প্রথম ওভার থেকে ৬ রান তুলে যেন ছন্দ পেয়ে যান প্রোটিয়া অধিনায়ক। ওয়ানডের গতিতে ব্যাট চালাতে শুরু করেন তিনি।
৬০ বলে ৯টি চারে টেস্ট ক্যারিয়ারের ২০তম হাফ সেঞ্চুরি তুলে নেন বাঁহাতি এই ওপেনার। এলগার দ্রুত ব্যাট চালালেও আরভিয়া টেস্ট মেজাজেই খেলেন। প্রথম সেশনের শেষ ওভারে অবশ্য খেই হারান তিনি। মিরাজের বলে ক্যাচ দেন উইকেটের পেছনে, যদিও ক্যাচটি নিতে পারেননি লিটন।