টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, ফিরলেন তামিম-তাইজুল
প্রথম টেস্টে দারুণ শুরুর পরও সেই ধারায় থাকা হয়নি। দ্বিতীয় ইনিংসের ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হেরে যেতে হয় মুমিনুল ইসলামের দলকে। তবে সেই হার পেছনে ফেলে দ্বিতীয় টেস্ট দিয়ে ঘুরে দাঁড়াতে প্রস্তুত বাংলাদেশ। সেই লক্ষ্য নিয়েই শুক্রবার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে সফকারীরা।
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস ভাগ্য বিপক্ষে গেছে বাংলাদেশের। টস হেরে ফিল্ডিংয়ে নামছে তারা। ম্যাচটি পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জেস স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ২টায় শুরু হবে।
বাংলাদেশ একাদশে দুটি পরিবর্তন এনেছে। বাদ পড়েছেন ওপেনার সাদমান ইসলাম অনিক। তার জায়গায় দলে ফিরেছেন তামিম ইকবাল। চোটের কারণে দেশে ফিরে এসেছেন পেসার তাসকিন আহমেদ। তার জায়গায় একোদশে জায়গা হয়েছে স্পিনার তাইজুল ইসলামের। অর্থাৎ, দুই পেসার ও দুই স্পিনার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা তাদের একাদশে কোনো পরিবর্তন আনেনি।
প্রথম ম্যাচ দিয়ে প্রায় এক বছর পর জাতীয় দলের হয়ে টেস্ট খেলার কথা ছিল তামিমের। কিন্তু পেটের পীড়ার কারণে তাকে ছাড়াই খেলতে হয় বাংলাদেশকে। তামিম সর্বশেষ ২০২১ সালের এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলেন। এরপর বাংলাদেশ জিম্বাবুয়ে, পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি সিরিজ খেলে বাংলাদেশ। তাইজুল সর্বশেষ গত বছরের ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলেন।
বাংলাদেশ একাদেশ: তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), ইয়াসির আলী রাব্বি, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও এবাদত হোসেন।
দক্ষিণ আফ্রিকা একাদশ: ডিন এলগার (অধিনায়ক), সারেল আরভিয়া, কিগান পিটারসেন, টেম্বা বাভুমা, রায়ান রিকলটন, কাইল ভেরেইনা, ভিয়ান মুল্ডার, কেশভ মহারাজ, সাইমন হার্মার, লিজাড উইলিয়ামস ও ডুয়ানে অলিভিয়ের।