করোনায় আক্রান্ত রাসেল ডমিঙ্গো
সময় খারাপ গেলে যেন সব দিক থেকেই বাজে খবর আসে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাঠে নাজেহাল অবস্থা বাংলাদেশ দলের। অল্পতেই গুটিয়ে প্রথম ইনিংসেই পিছিয়ে পড়া বাংলাদেশের লক্ষ্য কড়ই করে যাচ্ছে প্রোটিয়ারা। এমন সময়ে মাঠের বাইরেও খারাপ খবর এলো। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।
রোববার এক বিবৃতি দিয়ে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। করোনায় আক্রান্ত হওয়ার পর নিজে বাড়িতে আইসোলেশনে আছেন ডমিঙ্গো। তার শারীরিক অবস্থা ভালো আছে বলে জানানো হয়েছে। আক্রান্ত হওয়ায় সিরিজের বাকি অংশে দক্ষিণ আফ্রিকান এই কোচকে ড্রেসিং রুমে পাচ্ছে না বাংলাদেশ দল।
পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জেস স্টেডিয়ামে চলমান টেস্টের আগের দিন থেকে সর্দি-কাশি ও জ্বরে ভুগছিলেন ডমিঙ্গো। সাথে গলা ব্যথাও ছিল। করোনাভাইরাসের সব উপসর্গ থাকায় ৭ এপ্রিল তার পিসিআর পরীক্ষা করানো হয়। ফলও নেগেটিভ আসে। কিন্তু একই দিনে করানো অ্যান্টিজেন পরীক্ষায় করোনা পজিটিভ হন জাতীয় দলের প্রধান কোচ।
ডারবান টেস্টের পর পোর্ট এলিজাবেথে বাংলাদেশ দল পৌঁছায় ৫ এপ্রিল। তবে দলের সঙ্গে ভ্রমণ করেননি ডমিঙ্গো, তিনি আগের দিনই নিজ শহরে চলে যান। দ্বিতীয় টেস্টে দলের সঙ্গে টিম হোটেলে থাকার কথা ছিল না তার। দলের সব কার্যক্রমে অংশ নিলেও পোর্ট এলিজাবেথে নিজ বাড়িতে ওঠার সিদ্ধান্ত নেন ডমিঙ্গো। সেখানে থাকা অবস্থাতেই করোনা আক্রান্ত হলেন মুমিনুলদের গুরু।
ডমিঙ্গোর করোনা আক্রান্তের বিষয়ে বিসিবির পাঠানো বিবৃতিতে বাংলাদেশ দলের চিকিৎসক মনজুর হোসাইন চৌধুরী বলেছেন, 'প্রধান কোচের শরীরে ৭ এপ্রিল করোনার উপসর্গ দেখা দিলে একই দিনে পিসিআর ও অ্যান্টিজেন টেস্ট করানো হয়। ৮ এপ্রিল তার পরীক্ষার ফল পজিটিভ আসে। এর পর থেকে আইসোলে আছেন তিনি। তার শারীরিক অবস্থা ভালো আছে এবং সামান্য উপসর্গ আছে।'