নিয়ম ভেঙে শাস্তি পেলেন খালেদ
পেসারদের আগ্রাসন থাকবে, সেটাই স্বাভাবিক। কিন্তু সেটারও যে মাত্রা থাকা উচিত, তা বুঝতে পারলেন খালেদ আহমেদ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পোর্ট এলিজাবেথ টেস্টে মেজাজ হারিয়ে শাস্তি পেলেন বাংলাদেশের ডানহাতি এই পেসার। আইসিসির নিয়ম ভাঙায় আর্থিক জরিমানা করা হয়েছে তাকে।
দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টে পোর্ট এলিজাবেথের সেন্ট জর্সেস স্টেডিয়ামে প্রোটিয়াদের বিপক্ষে ৩৩২ রানের বড় ব্যবধানে হার মানে বাংলাদেশ। এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান কাইল ভেরেইনাকে বল ছুঁড়ে মেরে আইসিসির কোড অব কন্ডাক্ট ভেঙেছেন খালেদ। এ কারণে তাকে আর্থিক জরিমানা করেছে আইসিসি।
পোর্ট এলিজাবেথ টেস্টের দ্বিতীয় দিনে দক্ষিণ আফ্রিকার ইনিংসের ৯৫তম ওভারে বোলিং করছিলেন খালেদ। ওই সময় স্ট্রাইট প্রান্তে ছিলেন কাইল ভেরেইনা। একটা ডেলিভারিতে ভেরেইনা ডিফেন্স করে জায়গায় দাঁড়িয়ে থাকার পরও বল কুড়িয়ে তার দিকে ছুঁড়ে মারেন খালেদ।
বল ছুঁড়েই হাত তুলে খালেদ দুঃখ প্রকাশ করার চেষ্টা করেন। কিন্তু ভেরেইনা এগিয়ে যান তার দিকে। বল ছুঁড়ে মারার কারণ জানতে চান। প্রথম দিকে নমনীয় থাকলেও ভেরেইনা এগিয়ে যাওয়ায় খালেদও চড়াও হন। এ সময় ইয়াসির আলী রাব্বি এগিয়ে গিয়ে ভেরেইনাকে সরিয়ে নিয়ে আসেন, খালেদ ফেরেন তার বোলিং প্রান্তে।
এ ঘটনায় খালেদকে তার ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। আইসিসির কোড অব কন্ডাক্টের ২ দশমিক ৯ ধারায় বলা আছে, ক্রিকেটার কিংবা অফিসিয়াল কাউকেই অযথা বল ছুঁড়ে মারা যাবে না। কিন্তু খালেদ সেই নিয়ম মানেননি।
এ কারণেই তার বিরুদ্ধে মাঠে কোড অব কন্ডাক্ট ভঙ্গের অভিযোগ আনেন মাঠে দায়িত্ব পালন করা আম্পায়াররা। ম্যাচ শেষে রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে অভিযোগ দেওয়া হলে সেখানে অভিযোগ মেনে নেন খালেদ। এই কারণে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টে ৮ উইকেট নিয়েছেন খালেদ।