ফের হাসপাতালে ভর্তি পেলে
হাসপাতাল, বাসা করতে করতেই জীবন কাটছে পেলের। ব্রাজিলের কিংবদন্তি এই ফুটবলারের শারীরিক অবস্থা স্থীতিশীল হচ্ছে না। ক্যান্সারের চিকিৎসা নিতে আবারও হাসপাতালে ভর্তি হলেন 'ফুটবলের কালো মানিক'।
সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি হয়েছেন পেলে। এই হাসপাতালেই নিয়মিত চিকিৎসা নিয়ে আসছেন তিনি। ৮১ বছর বয়সী পেলের সর্বশেষ অবস্থার কথা মঙ্গলবার জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
ব্রাজিলিয়ান কিংবদন্তির শারীরিক অবস্থা ভালো আছে বলে জানিয়েছে অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতাল কর্তৃপক্ষ। পেলের পুরো নাম এদসন আরান্তেস দো নাসিমেন্তো উল্লেখ করে চিকিৎসকরা বলেছেন, 'তিনি ভালো আছেন এবং তার অবস্থা স্থিতিশীল।'
পেলের বাড়ি ফেরার বেশিদিন হয়নি। এর মধ্যেই আবার হাসপাতালে বর্তি হতে হলো তাকে। গত সেপ্টেম্বরে পেলের বৃহদান্ত্রের টিউমার অপসারণ করানো হয়। এরপর থেকে হাসপাতালে নিয়মিত যাওয়া-আসার মধ্যে থাকতে হয় ব্রাজিলের তিনবারের বিশ্বকাপ জয়ী এই ফুটবলারকে।
গত ফেব্রুয়ারিতে মূত্রনালীর সংক্রমণ ধরা পড়ার পর কেমো নেওয়ার জন্য পেলেকে হাসপাতালে ভর্তি হতে হয়। এই দফায় লম্বা সময় ধরে হাসপাতালে থাকতে হয় তাকে। অবস্থার উন্নতি হওয়ার পর বাড়িতে ফেরেন ফুটবলের এই বিস্ময়।
গত কয়েক বছরে নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগতে হয়েছে পেলেকে। ২০১৫ সালে প্রোস্টেট সার্জারি করাতে হয় তাকে। হিপ সার্জারির পর তো ভোগান্তি আরও বাড়ে। দীর্ঘস্থায়ী ব্যথা তো আছেই, সহায়তা ছাড়া চলতে ফিরতেও পারেন না। এ ছাড়া ২০১৯ সালেও একবার মূত্রনালীর সংক্রমণে হাসপাতালে ভর্তি হতে হয় তাকে।