শ্রীলঙ্কার চাওয়ায় ম্যাচের ভেন্যু বদলে ফেলল বিসিবি
টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে আগামী মাসে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা। ঢাকা পৌঁছেই চট্টগ্রামে চলে যাওয়ার কথা সফরকারীদের। সূচি অনুযায়ী চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা লঙ্কানদের। কিন্তু ম্যাচটি এমএ আজিজ স্টেডিয়ামে না হয়ে সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) অনুষ্ঠিত হবে।
সিরিজের একমাত্র প্রস্তুতি ম্যাচটি ঢাকায় খেলতে চায় শ্রীলঙ্কা। সফরকারীদের চাওয়ায় সাড়া দিয়ে বিকেএসপিতে ম্যাচটি আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।
প্রস্তুতি ম্যাচটি শ্রীলঙ্কার, এ কারণেই তাদের ইচ্ছার গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। জালাল ইউনুস বলেন, 'ওদের প্রস্তুতি ম্যাচ এটা। ম্যাচটি ঢাকাতেই খেলতে চায় তারা। ওদের চাওয়া অনুযায়ীই আমরা ম্যাচ বিকেএসপিতে নিয়ে এসেছি।'
আগামী ৮ মে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা। এদিনই চট্টগ্রামে চলে যাওয়ার কথা থাকলেও প্রস্তুতি ম্যাচের কারণে লঙ্কানরা যাচ্ছে না। তবে টেস্ট সিরিজকে সামনে রেখে এদিন চট্টগ্রামে যাবে বাংলাদেশ। চট্টগ্রামে অনুষ্ঠেয় প্রথম টেস্টের প্রস্তুতি ওখানেই সারবে মুমিনুল হকের দল। জালাল ইউনুস বলেন, 'সিরিজের প্রস্তুতির জন্য বাংলাদেশ দল ৮ মে চট্টগ্রাম চলে যাবে। ওরা সেখানেই অনুশীলন করবে।'
চার বছর পর টেস্ট খেলতে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। ঢাকা পৌঁছে একদিনের বিরতির পর ১০ ও ১১ মে বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচ খেলবে লঙ্কানরা। পরদিন চট্টগ্রামে যাবে তারা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৫ মে শুরু হবে প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২৩ মে শুরু হবে।