প্রিমিয়ার লিগ থেকে ছিটকে গেলেন এবাদত
দক্ষিণ আফ্রিকা সফর থেকে দেশে ফিরেই ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) যোগ দেন এবাদত হোসেন। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে প্রথম ম্যাচেই ৩ উইকেট নেন ডানহাতি এই পেসার। কিন্তু দ্বিতীয় ম্যাচেই থেমে গেল তার যাত্রা। চোটের কারণে প্রিমিয়ার লিগ থেকে ছিটকে গেছেন এবাদত।
বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে বোলিং করতে গিয়ে দুই আঙুলের মাঝে আঘাত পান। এই চোটে প্রিমিয়ার লিগের বাকি অংশ তার আর খেলা হবে না। আঙুলে সেলাই লাগতে পারে এবাদতের।
এবাদতের চোট নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, 'এবাদতের ডান হাতের দুই আঙুলের মাঝখানে ফেটে গেছে। এভার কেয়ারে পাঠানো হয়েছে। ডাক্তার দেখার পর কয়টা সেলাই লাগবে, সেটা জানা যাবে। সেটার উপর নির্ভর করবে কবে মাঠে ফিরবে।'
আগামী মাসে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজের আগে তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের চোট নিয়ে আগে থেকেই চিন্তায় বাংলাদেশ দল। এবাদতের চোটে সেই চিন্তা আরও বাড়ছে। যদিও শ্রীলঙ্কা সিরিজে এবাদতকে নিয়ে শঙ্কা নেই বলে জানালেন দেবাশীষ চৌধুরী। তিনি বলেন, 'আপাতত এক সপ্তাহ সময় লাগতে পারে। শ্রীলঙ্কা সিরিজ নিয়ে সমস্যা হওয়ার কথা নয়।'
টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে আগামী ৮ মে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা। ১০ ও ১১ মে বিকেএসপিতে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে লঙ্কানরা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৫ মে শুরু হবে প্রথম টেস্ট। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৩ মে।