‘অবিশ্বাস্য’ ব্যাটিং করা বিজয়কে দেখভাল করতে বলছেন মাশরাফি
জাতীয় দলে অভিষেকের ১০ বছর হয়ে গেছে। কিন্তু টেস্ট খেলেছেন কেবল ৪টি। ওয়ানডে ও টি-টোয়েন্টির ম্যাচের সংখ্যাও বেশি নয়। বাংলাদেশের সবচেয়ে প্রিয় ফরম্যাটে ৩৮টি ও ১৩টি টি-টোয়েন্টি খেলেছেন এনামুল হক বিজয়। আন্তর্জাতিক ক্রিকেট শুরুর কয়েক মাস বাদে কখনই দলে জায়গা পোক্ত ছিল না ডানহাতি এই ব্যাটসম্যানের। দেশের হয়ে সর্বশেষ ম্যাচ খেলারও তিন বছর হয়ে গেছে। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকলেও ভবিষ্যতের কথা ভেবে ২৯ বছর বয়সী এই ব্যাটসম্যানকে দেখভাল করতে বিসিবিকে পরামর্শ দিলেন মাশরাফি বিন মুর্তজা।
ঘরোয়া ক্রিকেটের খবর রাখেন যারা, তারা নিশ্চয়ই মাশরাফির বক্তব্যের মর্মার্থ বুঝে ফেলেছেন। হ্যাঁ, বাংলাদেশের ওয়ানডের সফলতম অধিনায়কের এমন তাগিদ অনুভব করার কারণ ঢাকা প্রিমিয়ার লিগে বিজয়ের অসাধারণ ব্যাটিং। ব্যাট হাতে উইকেটে গেলেই রানের দেখা পেয়েছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ডানহাতি এই ওপেনার।
চলতি প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংকের সবচেয়ে বড় ব্যাটিং ভরসা হয়ে ওঠা বিজয় ১২ ম্যাচে ১২ ইনিংসে ২টি সেঞ্চুরি ও ৭টি হাফ সেঞ্চুরিসহ ৭৩.১৬ গড়ে ৮৭৮ রান করেছেন তিনি। ১২ ম্যাচের মধ্যে ৯ ম্যাচেই পঞ্চাশোর্ধ রান করেছেন দুর্দান্ত ফর্মে থাকা বিজয়। রানের ফোয়ারা বইয়ে দিয়ে প্রিমিয়ার লিগের রেকর্ড নতুন করে লিখেছেন প্রাইম ব্যাংকের ওপেনার। আসরটি লিস্ট 'এ' মর্যাদা পাওয়ার পর থেকে ঢাকা প্রিমিয়ার লিগে এক মৌসুমে সর্বোচ্চ রানের রেকর্ড নিজের করে নিয়েছেন বিজয়।
তার এমন ধারাবাহিক ব্যাটিংকে অবিশ্বাস্য মনে করেন মাশরাফি। জাতীয় দলের আশেপাশে রেখে তাকে দেখভাল করা উচিত বলে মনে করেন তিনি। বিকেএসপিতে লেজেন্ডস অব রূপগঞ্জের জয় পাওয়া আরেকটি ম্যাচে নেতৃত্ব দেওয়া জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেন, 'বিজয়কে এখনই লুক আফটার (দেখভাল) করা উচিত। কারণে সে যেভাবে রান করেছে, সেটা অবিশ্বাস্য। ট্রার্নিং উইকেট, স্লো উইকেট যেকোনো উইকেটে সে কিন্তু শাসন করে করে রান করেছে।
'আমি যতটুক খেলা দেখেছি, এটা এক্সপেকশনাল ব্যাটিং। যেকোনো লেভেলই এটা হোক না কেন। আমাদের ঘরোয়া ক্রিকেট, বিশেষ করে ডিপিএল অনেক উঁচু মানের। তাই আমি মনে করি যে এখানে বিজয় যেভাবে অথোরিটি নিয়ে ব্যাটিং করেছে, একটা দলকে যেভাবে টেনে এনেছে, ৮০০'র বেশি রান করেছে; নিশ্চিতভাবে তাকে এখনই জাতীয় দলের আশেপাশে আনা উচিত এবং তাকে নিয়ে কাজ করা উচিত।' যোগ করেন মাশরাফি।
ঘরোয়া ক্রিকেট ভালো করলে তাকে 'এ' দল বা হাই পারফরম্যান্সে তৈরি করে এরপর জাতীয় দলে সুযোগ দেওয়া উচিত বলে মনে করেন মাশরাফি, 'আমাদের ঘরোয়া ক্রিকেটে যখন কেউ ভালো খেলে, আপনাদেরও (সাংবাদিক) একটা জায়গায় অবস্থান নেওয়া উচিত বলে আমি মনে করি। এখান থেকে সরাসরি জাতীয় দল কেন? এখান থেকে তো আরেকটা ধাপ থাকে। এইচপি, 'এ' দল আছে। কারণ ওই ধাপটাও তো দেখতে হবে। ওই ধাপে গিয়ে ও কেমন করছে, দেখতে হবে। এটা যুক্তিসঙ্গত কথা যে এখান (ডিপিএল বা ঘরোয়া যেকোনো টুর্নামেন্ট) থেকে রাডারের নিচে আসা। সেটা খুব গুরুত্বপূর্ণ।'
'এ' দল বা এইচপিতে নিয়ে দেখভাল করার পাশাপাশি তাকে নিয়ে যে পরিকল্পনা আছে, সেটার বার্তা পরিষ্কারভাবে বিজয়কে জানানো উচিত বলে মনে করেন মাশরাফি। তার ভাষায়, 'তাকে ওই জিনিসটা বোঝানো উচিত "আমাদের নজর খুব ভালোভাবে তোমার দিকে আছে। তুমি যদি ভালো করো কেন নয়।" সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ওর বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে। ও আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে, ওর সেঞ্চুরি আছে, হাফ সেঞ্চুরি আছে। আমি মনে করি ওকে এখনই লুক আফটার করা উচিত। যদি কোনো ইস্যু থাকে, পরিষ্কার করা উচিত।'