আরেকটি সেঞ্চুরিতে বিজয়ের মাইলফলক, সাকিব ঝড়ের দিনে তামিমেরও সেঞ্চুরি
রানের ফুলঝুরি সাজিয়েছেন এনামুল হক বিজয়। এবারের ঢাকা প্রিমিয়ার লিগে ব্যাট হাতে উইকেটে গেলেই রানের দেখা পেয়েছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ডানহাতি এই ওপেনার। মঙ্গলবার আরেকটি সেঞ্চুরি করেছেন দুর্দান্ত ফর্মে থাকা বিজয়। তাতে দারুণ এক কীর্তিও গড়া হয়ে গেছে তার। বিজয়ের মাইলফলক ছোঁয়ার দিনে তার উদ্বোধনী জুটির সঙ্গী তামিম ইকবালও সেঞ্চুরি তুলে নিয়েছেন। আরেক ম্যাচে খুনে ব্যাটিংয়ে দ্রুততম হাফ সেঞ্চুরির তালিকায় নাম তুলেছেন লেজেন্ডস অব রূপগঞ্জের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আর হাসান।
বিজয় ও তামিমের জোড়া সেঞ্চুরি ও তাদের অবিচ্ছিন্ন উদ্বোধনী জুটিতে মঙ্গলবার বিকেএসপির চার নম্বর মাঠে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে প্রাইম ব্যাংক। রানের ফোয়ারা বইয়ে দিয়ে অনেক রেকর্ড নিজের করে নিলেও আফসোস থেকে যাচ্ছে বিজয়ের।
প্রিমিয়ার লিগ লিস্ট 'এ' মর্যাদা পাওয়ার পর এক মৌসুমে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ার পর প্রথম ব্যাটসম্যান হিসেবে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ ডানহাতি এই ওপেনার দলকে শিরোপা জেতাতে পারেননি। মঙ্গলবারই আবাহনী লিমিটেডকে হারিয়ে প্রথমবারের মতো প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
প্রাইম ব্যাংকের বিপক্ষে টস হেরে আগে ব্যাটিং করতে নামা রূপগঞ্জ টাইগার্স খুব একটা সুবিধা করতে পারেননি। প্রাইম ব্যাংকের করিম জানাত ও রুবেল হোসেনের বোলিং তোপের মুখে মার্শাল আইয়ুবের ৫৮ ও সাদ ইসলামের ৮৫ রানের পরও ২ বল বাকি থাকতে ২২৯ রানে অল আউট হয়ে যায় রূপগঞ্জ টাইগার্স। করিম ও রুবেল ৪টি করে উইকেট নেন। একটি করে উইকেট পান রাকিবুল হাসান ও নাসির হোসেন।
জবাবে কোনো উইকেটই হারাতে হয়নি প্রাইম ব্যাংককে। বিজয় ও তামিম ২৩৪ রানের জুটিতে ১০ উইকেটের জয় পায় প্রাইম ব্যাংক। ৮১ বলে ৯টি চার ও ৭টি ছক্কায় ১০৯ রানের হার না মানা অসাধারণ এক ইনিংস খেলেন তামিম। এই সেঞ্চুরিতে দুটি মাইলফলক ছুঁয়ে ফেলেছেন তামিম। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ২০টি সেঞ্চুরি ও ১০ হাজার রানে পৌঁছেছেন বাঁহাতি এই ওপেনার।
স্বপ্নের মতো মৌসুম পার করা বিজয়ও গড়েছেন দারুণ কীর্তি। আগের ম্যাচ দিয়েই সাইফ হাসানের গড়া এক মৌসুমে সর্বোচ্চ রানের রেকর্ড ছাড়িয়ে যাওয়া ডানহাতি এই ব্যাটসম্যান দিনে ছুঁয়েছেন আরেকটি মাইলফলক। এই ইনিংসের পথে অনন্য এক কীর্তি গড়েন এনামুল। লিস্ট 'এ' মর্যাদা পাওয়ার পর ঢাকা প্রিমিয়ার লিগের এক আসরে প্রথম ব্যাটসম্যান হিসেবে এক মৌসুমে হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন তিনি। চলতি আসরে ৩টি সেঞ্চুরি ও ৮টি সেঞ্চুরিতে বিজয়ের রান এখন ১ হাজার ৪২।
বিকেএসপির ৩ নম্বর মাঠে শাসন করেছে লেজেন্ডস অর রূপগঞ্জ। মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন দলটি এদিন ১৯৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে। আগে ব্যাটিং করে সাব্বির রহমানের ৯০ ও সাকিবের ঝড়ো ৫৯ রানে রূপগঞ্জ ২৯৩ রান তোলে। জবাবে চিরাগ জান, নাঈম ইসলামদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৯৭ রানেই গুটিয়ে যায় গাজী গ্রুপের ইনিংস। ভারতীয় অলরাউন্ডার চিরাগ ৭.২ ওভারে ১৫ রানে ৫টি ও নাঈম ৪ ওভারে ৪ রানে ২টি উইকেট নেন।
এই ম্যাচে গাজীর বোলারদের ওপর দিয়ে ঝড় বইয়ে দেন সাকিব। বাঁহাতি এই ব্যাটসম্যান মাত্র ২৬ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় ৫৯ রান করেন। এই ইনিংস খেলার পথে নিজের নামটি প্রিমিয়ার লিগের রেকর্ড বইয়ে তুলে নিয়েছেন সাকিব। ২১ বলে ৫০ ছুঁয়ে দ্রুততম হাফ সেঞ্চুরির তালিকার তিন নম্বরে নিজের নামটি বসিয়েছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।
লিস্ট 'এ' ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ডটি ফরহাদ রেজার দখলে। ২০১৯ ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম দোলেশ্বরের হয়ে মিরপুরে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিপক্ষে ২০ বলে ৫৬ রানের ইনিংসের পথে ফরহাদ হাফ সেঞ্চুরি করেন ১৮ বলে। দ্বিতীয় দ্রুততম হাফ সেঞ্চুরির মালিক নাজমুল হোসেন মিলন। ২০০৭ সালে জাতীয় লিগের ওয়ানডে সংস্করণে ঢাকা বিভাগের হয়ে ধানমন্ডি মাঠে খুলনা বিভাগের বিপক্ষে ১৯ বলে হাফ সেঞ্চুরি করেন তিনি।