করোনায় আক্রান্ত সাকিব, খেলবেন না শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট
অনেক আলোচনা থাকলেও শেষ পর্যন্ত সাকিব আল হাসানকে দলে রেখেই শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা করে বিসিবি। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টকে সামনে রেখে মঙ্গলবার যুক্তরাষ্ট্র থেকে দেশেও ফিরেছেন বাঁহাতি এই অলরাউন্ডার। কিন্তু কোনো কিছুই পরিকল্পনামাফিক হচ্ছে না। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সাকিব।
বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক মঞ্জুর হোসাইন। করোনায় আক্রান্ত হওয়ায় স্বভাবতই লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্টে তাকে দলে পাচ্ছে না বাংলাদেশ।
মনজুর হোসাইন বলেছেন, 'সাকিব আল হাসান আজ সকালে দেশে ফিরেছেন। কোভিড প্রকোটল অনুযায়ী দলের সঙ্গে যোগ দেওয়ার আগে তার কোভিড টেস্ট জরুরী ছিল। আজ সকালে তার কোভিড টেস্ট করানো হয়। রাতে আমরা রিপোর্ট পেয়েছি। কোভিড টেস্টে তার পজিটিভ এসেছে। বাসায় আইসোলেশনে আছেন তিনি।'
৫ দিন আইসোলেশনে থাকতে হবে সাকিবকে। ১৪ মে আইসোলেশন শেষ করে পরের দিন থেকে দলের সঙ্গে যোগ দিতে পারবেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। মঞ্জুর হোসাইন বলেন, 'সাকিবের কোভিড উপসর্গ আছে। উনার আইসোলেশনের প্রক্রিয়া হচ্ছে উনি বাসায় থাকবেন ৫ দিন। ১৪ তারিখ উনার আইসোলেশন শেষ হবে। এরপর উনি চাইলে দলের সঙ্গে যোগ দিতে পারবেন। মেডিকেল দল থেকে কোনো বাধ্যবাধকতা নেই।'
সাকিবের জায়গায় কাকে নেওয়া হবে এমন প্রশ্নে বিসিবির নির্বাচক হাবিবুল বাশার বলেন, 'সাকিবের ঘটানাটি মাত্রই শুনলাম। যেহেতু করোনা পজেটিভ, প্রথম টেস্ট তার খেলা হবে না, এটাই তো স্বাভাবিক। তবে এই মুহূর্তে সাকিবের বিকল্প নিয়ে আমরা চিন্তা করিনি। মাত্রই যেহেতু ঘটনা শুনলাম। এ ব্যাপারে আমারা পরবর্তীতে সিদ্ধান্ত নেব।'
সাকিব করোনায় আক্রান্ত হওয়ায় বিপাকেই পড়তে হলো বাংলাদেশকে। প্রিমিয়ার লিগে আঙুলে চোট পেয়ে প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সাকিবও খেলতে পারছেন না। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দলে অবশিষ্ট থাকলো কেবল একজন অলরাউন্ডার। কিন্তু দীর্ঘদিন পর দলে ফেরা মোসাদ্দেক হোসেন সৈকতকে খেলানো হবে কিনা, সেটার নিশ্চয়তা নেই। যদিও পরিস্থিতি বিবেচনায় তার খেলার সম্ভাবনাই বেশি।