ক্রিকেট দিয়ে ‘অস্থির’ শ্রীলঙ্কায় আনন্দ ফেরাতে চান করুনারত্নে
ঋণের বোঝায় জেরবার হয়ে অচল হয়ে পড়েছে শ্রীলঙ্কার অর্থনৈতিক অবস্থা। দেশজুড়ে চলমান বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন মাহিন্দা রাজাপাকসে। নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রনিল বিক্রমাসিংহে। সব মিলিয়ে চরম রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে দেশটি। এমন সময়ে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে এসেছে শ্রীলঙ্কা। আর এই সিরিজ জিতে দেশে ফিরে জনগণের মুখে কিছুটা হলেও হাসি ফুটাতে চান দলটির অধিনায়ক দিমুথ করুণারত্নে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৫ মে থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্টকে সামনে রেখে প্রস্তুতি সারছে শ্রীলঙ্কা। শুক্রবার চট্টগ্রামের মাঠটিতে অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন করুনারত্নে। শ্রীলঙ্কার রাজনৈতিক অবস্থা নিয়ে প্রশ্ন করা হলে কিনি জানান, বাংলাদেশে ক্রিকেট খেলতে এসেছেন তারা, ক্রিকেটেই সব মনোযোগ তাদের। ভালো ফল নিয়ে দেশে ফিরে জনগণকে কিছুটা আন্দন্দ দেওয়াই তাদের লক্ষ্য।
শ্রীলঙ্কার রাজনৈতিক অবস্থা চিন্তার কারণ কিনা? এমন প্রশ্নের উত্তরে লঙ্কান অধিনায়ক বলেন, 'সবাই জানে সেখানে কী হচ্ছে। কিন্তু আমরা এখানে ক্রিকেট খেলতে এসেছি এবং ক্রিকেটেই সব মনোযোগ আমাদের। আমরা একটাই কাজ করতে পারি, সেটা হচ্ছে জনগণের জন্য ভালো ফল নিয়ে দেশে ফেরা। আমরা এই মুহূর্তে শুধু এটা নিয়েই ভাবছি।'
যেকোনো অবস্থায় শ্রীলঙ্কার ক্রিকেট ম্যাচ হলে সেখানে উৎসব নেমে আসে জানিয়ে করুনারত্নে আরও বলেন, 'শ্রীলঙ্কার এক নম্বর খেলা ক্রিকেট। সবাই আমাদের জেতার দৃশ্য দেখার জন্য মুখিয়ে আছে। আমাদের দেশে যে সমস্যাই থাকুক না কেন, সেখানে ক্রিকেট ম্যাচ হলে সবাই তাতে সুর মেলায়। ব্যক্তিগতভাবে আমি মনে করি, আমরা সবাই জানি দেশের অবস্থা এখন কেমন। আমরা সিরিজ জয় এবং দেশে ফিরে জনগণকে কিছুটা আনন্দ দেওয়ার জন্য পরিশ্রম করছি।'
বৃষ্টির কারণে বিকেএসপিতে দুই দিনের প্রস্তুতি ম্যাচে নিজেদের সেভাবে ঝালেই করে নেওয়া হয়নি লঙ্কানদের। যদিও এতে তেমন সমস্যা দেখছেন না করুণারত্নে, 'শ্রীলঙ্কায় আমরা কয়েক সপ্তাহ ধরে প্রস্তুতি নিয়েছি। এখানকার এবং শ্রীলঙ্কার কন্ডিশন প্রায় একই। তাই আমার মনে হয় না অনুশীলন ম্যাচটি বড় কোনো পার্থক্য গড়ে দিতে পারতো। আমার মনেহয় আমরা এখানে পর্যাপ্ত অনুশীলন করেছি, যা যেকোনো ক্ষেত্রের জন্য ভালো সেশন। এ ছাড়া কালও আমাদের একটা সেশন আছে। তো আমার মনেহয় সিরিজের জন্য ভালো প্রস্তুতি হয়েছে আমাদের।'
প্রতিপক্ষ বাংলাদেশকে নিয়ে সতর্ক করুনারত্নে, সিরিজ জেতাটা বড় চ্যালেঞ্জের হবে বলে মনে করেন তিনি, ' আমার মনে হয় না বাংলাদেশকে হাল্কাভাবে নেওয়া উচিত হবে। তারা খুবই ভালো দল এবং ঘরের মাঠে তাদের রেকর্ড দারুণ। তাদের কন্ডিশনে সিরিজ জেতাটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জের হবে, এর জন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। ভিত্তি ঠিক রেখে ম্যাচ জয়ের দিকে নিয়ে যেতে আমরা কী করতে পারি, কেবল সেদিকেই আমাদের নজর।'